দেশী মুরগির ঝোল (deshi murgir jhol recipe in Bengali)

Moumita Mitra
Moumita Mitra @Moumita_Mitra

#শাড়িকাহন
কড়াইতে সরষের তেল গরম হলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিছু সময় নেরেচেরে পিয়াজ কুচি দিতে হবে। পিয়াজ লাল করে ভাজা হলে আদা, রসুন, টমেটো, গোটা জিরে পেষ্ট করে ঐ পেষ্ট টা কড়াইতে দিয়ে ভালো করে কসতে হবে। কিছু সময় পর জিরেগুরো, ধনেগুরো, হলুদগুরো,লঙ্কাগুরো ও পরিমাণ মতো নুন দিয়ে অল্প জল দিয়ে আবার কসতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে মাংস দিয়ে আবার কিছু সময় ধরে কসতে হবে। মাংস থেকে তেল ছেড়ে দিলে এবার প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে দমে রেখে দিতে হবে কিছুক্ষণ। আগে থেকে সিদ্ধো করে ভেজে রাখা আলু দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। সব শেষে গুঁড়ো গরম মশলা দিলেই তৈরি।

দেশী মুরগির ঝোল (deshi murgir jhol recipe in Bengali)

#শাড়িকাহন
কড়াইতে সরষের তেল গরম হলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিছু সময় নেরেচেরে পিয়াজ কুচি দিতে হবে। পিয়াজ লাল করে ভাজা হলে আদা, রসুন, টমেটো, গোটা জিরে পেষ্ট করে ঐ পেষ্ট টা কড়াইতে দিয়ে ভালো করে কসতে হবে। কিছু সময় পর জিরেগুরো, ধনেগুরো, হলুদগুরো,লঙ্কাগুরো ও পরিমাণ মতো নুন দিয়ে অল্প জল দিয়ে আবার কসতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে মাংস দিয়ে আবার কিছু সময় ধরে কসতে হবে। মাংস থেকে তেল ছেড়ে দিলে এবার প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে দমে রেখে দিতে হবে কিছুক্ষণ। আগে থেকে সিদ্ধো করে ভেজে রাখা আলু দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। সব শেষে গুঁড়ো গরম মশলা দিলেই তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০/৪৫মিনিট
৪জনের মতো
  1. ১ কেজি মাংস
  2. ১ টা বড় পেঁয়াজ কুচি
  3. ৬টুকরো আলু
  4. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  5. ১ টা বড় টমেটো কুচি
  6. ২ টেবিল চামচ সর্ষের তেল
  7. ৪টেকাচা লঙ্কা
  8. ২+১ টা ছোট +২ টো এলাচ, দারচিনি, লবঙ্গ
  9. স্বাদ মত নুন, ও একটু গুঁড়ো গরম মশলা
  10. ১ +১+১+১ চা চামচহলুদ, জিরে, ধনে, ও লঙ্কা গুঁড়ো
  11. ১ চা চামচগোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

৪০/৪৫মিনিট
  1. 1

    আলু সিদ্ধো করে ভেজে রাখতে হবে

  2. 2

    টমেটো, আদা, রসুন, গোটা জিরে পেষ্ট

  3. 3

    তেল গরম হলে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে

  4. 4

    তেল গরম হলে পিয়াজ কুচি দিতে হবে

  5. 5

    পেয়াজ লাল করে ভাজা হলে মাংস দিয়ে কসতে হবে

  6. 6

    সব মশলা দিয়ে আরো কিছু সময় কসতে হবে

  7. 7

    কসতে কসতে তেল ছেড়ে দিলে কুকারে দিতে হবে,দুটো সিটির জন্য।

  8. 8

    আলু দিয়ে আরো কিছু সময় ফুটতে দিতে হবে

  9. 9

    গরম মশলা দিয়ে নাবিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Mitra
Moumita Mitra @Moumita_Mitra

মন্তব্যগুলি

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
রেসিপিটা বেশ ভালো লাগলো🌺
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷

Similar Recipes