লুচি ও মুরগির মাংস কষা (luchi o murgir mangso kosha recipe in bengali)

Sarmistha Paul
Sarmistha Paul @cook_23430540

#ebook2
#জামাইষষ্ঠী স্পেশাল
এই বিশেষ দিনটি তে জল খাওয়াতে লুচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আর লুচির সাথে একটু মাংস হলে তো আর কথাই নেই

লুচি ও মুরগির মাংস কষা (luchi o murgir mangso kosha recipe in bengali)

#ebook2
#জামাইষষ্ঠী স্পেশাল
এই বিশেষ দিনটি তে জল খাওয়াতে লুচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আর লুচির সাথে একটু মাংস হলে তো আর কথাই নেই

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৩০ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রাম ময়দা
  2. ২ চা চামচচিনি
  3. স্বাদ মতোনুন
  4. ৩০০ গ্রাম তেল
  5. পরিমাণ মতোউষ্ণ গরম জল
  6. মাংস কষা
  7. ১ কেজি মুরগির মাংস
  8. ৪ টি আলু
  9. ২টি বড় পেঁয়াজ কুচি
  10. ১ টা বড় পেঁয়াজ বাটা
  11. ৩ চা চামচ আদা বাটা
  12. ২চা চামচরসুন বাটা
  13. ৩ চা চামচ হলুদ গুঁড়ো
  14. ২ চা চামচলঙ্কা গুঁড়ো
  15. ১ চা চামচজিরে গুঁড়ো
  16. ১ চা চামচ ধনে গুঁড়ো
  17. ৫ গ্রাম গোটা গরমশলা
  18. ২ টো তেজপাতা
  19. ৫০ গ্রাম সর্ষের তেল
  20. স্বাদ অনুযায়ীনুন
  21. ২ টেবিল চামচটক দই
  22. ১/২ চা চামচ গরমশলা গুঁড়ো
  23. ১ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৩০ মিনিট
  1. 1

    প্রথমে একটি রড পাত্রে ময়দা নিয়ে তাতে পরিমাণ নুন চিন ১ টেবিল চামচ তেল দিয়ে সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দা টা মেখে একটি বলের আকারে করে নিয়ে তার থেকে ছোট ছোট ডো তৈরি করে নিতে হবে

  2. 2

    এবার বেলিন চাকরি সাহায্যে একটি একটি করে বেলে ছোটো রুটির আকারে করে নিতে হবে

  3. 3

    এবং করাইতে তেল দিয়ে তেল গরম হলে ডুবু তেলে একটি একটি করে দিয়ে ভেজে তুলে নিলেই তৈরি গরম গরম লুচি

  4. 4

    প্রথমে মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তার পর তাতে পেঁয়াজ কুচি এবং সব মশলা টক দই পরিমাণ মতো নুন ও ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রাখতে হবে

  5. 5

    এবার আলু গুলোর খোসা ছাড়িয়ে দু-টুকরো করে কেটে ধুয়ে করাইতে তেল দিয়ে তেল গরম হলে আলু গুলো দিয়ে একটু ভেজে তুলে নিতে হবে

  6. 6

    এবার ওই তেলেই গোটা গরমশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়ন টা কালো হয়ে আসলেই মেখে রাখা মাংস গুলো দিয়ে সাথে মাংসের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে বেশ কিছু ক্ষন ধরে কষাতে হবে যত ক্ষন না মাংস থেকে তেল বেরিয়ে না আসে

  7. 7

    তেল বেরিয়ে আসলেই অল্প জল ও ভেজে রাখা আলু গুলো দিয়ে দিতে হবে এবার কিছু ক্ষন ফুটতে দিতে হবে কিছু সময় পর ঝোল ফুটে ঘন্ হয়ে আসলেই গরমশলা গুঁড়ো ও ঘি দিয়ে একটু নেরে চেরে নামিয়ে নিলেই তৈরি মুরগির মাংস কষা এটি লুচি পরটা সবের সাথে খাওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarmistha Paul
Sarmistha Paul @cook_23430540

Similar Recipes