পমফ্রেট ফ্রাই (pomfret fry recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

#nv
#week3
মাছের এই প্রিপারেশন টি আমার অত্যন্ত পছন্দের। এটি খেতে খুব সুস্বাদু। সন্ধ্যেবেলা স্নাক্স হিসেবে এটি দারুন।

পমফ্রেট ফ্রাই (pomfret fry recipe in Bengali)

#nv
#week3
মাছের এই প্রিপারেশন টি আমার অত্যন্ত পছন্দের। এটি খেতে খুব সুস্বাদু। সন্ধ্যেবেলা স্নাক্স হিসেবে এটি দারুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫
  1. ২ পিস পমফ্রেট মাছ
  2. ১ চা চামচ আদা বাটা
  3. ১চা চামচ পেঁয়াজ রসুন বাটা
  4. ১ চা চামচ জিরা ধনে গুঁড়ো
  5. ১ চা চামচ হলুদ
  6. ২ চা চামচকাশ্মীরি রেড চিলি পাউডার
  7. ১ চা চামচ লেবুর রস
  8. ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো
  9. ২ চা চামচ তেল
  10. ১-২ চা চামচ টক দই
  11. ২ চা চামচ বেসন
  12. ২ চা চামচ সুজি

রান্নার নির্দেশ সমূহ

১৫
  1. 1

    প্রথমে পমফ্রেট মাছটাকে ভালোভাবে ধুয়ে মাছের গায়ে চাকু দিয়ে চিরে নিতে হবে। মাছগুলো লেবু এবং গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রাখতে হবে 10 মিনিট।

  2. 2

    এবার একটি পাত্রে আদা, পেঁয়াজ,রসুন,বাটা হলুদ, জিরে- ধনেগুঁড়ো,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই,লবণ ও এক চামচ তেল দিয়ে একটা মিশ্রন বানিয়ে নিতে হবে।

  3. 3

    এই মিশ্রণটি মাছের গায়ে হাতে সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে

  4. 4

    এবার একটি প্লেটে বেসন ও সুজি নিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ম্যারিনেট করা মাছগুলো বেসন ও সুজি দিয়ে কোট করে নিতে হবে।

  5. 5

    এবার গ্যাসে একটি প্যান বসিয়ে তার মধ্যে এক চামচ তেল দিয়ে কোট করে রাখা মাছগুলো গিয়ে দুই পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে।

  6. 6

    মাছগুলো দুপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soumyashree Roy Chatterjee

Top Search in

মন্তব্যগুলি

Similar Recipes