পমফ্রেট তাওয়া ফ্রাই (pomfret tawa fry recipe in Bengali)

Smita Banerjee
Smita Banerjee @cook_15813444

#ebook2
#জামাইষষ্ঠী রেসিপি
#মাছের রেসিপি

পমফ্রেট তাওয়া ফ্রাই (pomfret tawa fry recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠী রেসিপি
#মাছের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৩ জন
  1. ৩টে বড় সাইজের পমফ্রেট
  2. 1টেবিল চামচ পাতিলেবুর রস
  3. 1 চা চামচআদা বাটা
  4. 1 চা চামচরসুন বাটা
  5. 1/2 কাপজল জড়ানো টক দই
  6. 1/2 চা চামচজিরা গুঁড়ো
  7. 1/2 চা চামচধনে গুঁড়ো
  8. 1 চা চামচহলুদ গুড়া
  9. 2 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  10. ৪ টেবিল চামচ সাদা তেল
  11. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে দু'দিকের গায়ে চিরে দিতে হবে ধারালো ছুরি সাহায্যে।

  2. 2

    তিনটি ধাপে রান্নাটি করতে হবে। তিনবার মেরিনেশন প্রয়োজন।

  3. 3

    এবার পাতি লেবুর রস দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে ১০ মিনিট রাখতে হবে। এটি প্রথম ম্যারিনেশন।

  4. 4

    ১০ মিনিট পরে আদা রসুন বাটা দিয়ে ভালো করে হাত দিয়ে পুরো মাছের গায়ে মাখিয়ে দিতে হবে। এটি দ্বিতীয় মারিনেশন।

  5. 5

    দ্বিতীয় মারিনেশন এর পর আরো 10 মিনিট রেখে দিতে হবে।

  6. 6

    এবার একটি পাত্রে জল ঝরানো টক দইয়ের সাথে জিরেগুঁড়ো ধনেগুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কাগুঁড়ো আর স্বাদমতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রাখতে হবে

  7. 7

    দ্বিতীয় মেরিনেশন কমপ্লিট হলে টক দইয়ের মিশ্রণ ভালো করে মাছের গায়ে মাখিয়ে দিতে হবে। এমন ভাবে হাত দিয়ে মাখাতে হবে যাতে মাছের কাঁটা অংশগুলোতে ভালোভাবে মশলা ঢুকে যায়।

  8. 8

    তৃতীয় মেরিনেশন করে 15 মিনিট রেখে দিতে হবে

  9. 9

    15 মিনিট পরে একটি কড়াইয়ে তেল গরম হলে ম্যারিনেটেড মাছ কড়াই এ আস্তে করে ছেড়ে দিতে হবে। কম আঁচে মাছ ভেজে নিতে হবে অল্প তেলে।

  10. 10

    মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাসের উপর একটি তারজালি রেখে তার ওপর মাছগুলোকে গ্যাসের আগুনে একটু হালকা ছেঁকে নিতে হবে।

  11. 11

    গ্যাসের আগুনে শেকে মিলে একটা স্মোকি ফ্লেভার আসে

  12. 12

    তৈরি পমফ্রেট এর তাওয়া ফ্রাই।

  13. 13

    জামাইষষ্ঠীর দিন জামাইয়ের জন্য বিকালবেলা স্নাক্স হিসেবে এটি অত্যন্ত মুখরোচক ও সুন্দর একটি ইভিনিং স্নাক্স।

  14. 14

    সন্ধ্যেবেলা জামাইয়ের পাতে পমফ্রেট তাওয়া ফ্রাই পড়লে জামাই এর সান্ধ্যভোজন মন্দ হবে না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Smita Banerjee
Smita Banerjee @cook_15813444

Similar Recipes