পমফ্রেট মাছের ঝাল (Pomfret fish jhal recipe in Bengali)

Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

পমফ্রেট মাছের ঝাল (Pomfret fish jhal recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জনের জন্য
  1. ২টি বড় পমফ্রেট মাছ
  2. ১ টি বড়পেঁয়াজ
  3. ১/২ ইঞ্চি আদা
  4. ৬ কোয়ারসুন
  5. স্বাদ মতনুন
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ২ টি কাঁচা লঙ্কা
  8. ২ টেবিল চামচসর্ষের তেল
  9. ১/৪ চা চামচ আস্ত জিরা
  10. ১ টা শুকনো লঙ্কা
  11. ১ টা তেজপাতা
  12. ১ টা টমেটো ছোটো
  13. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  14. ১/২ চা চামচ ধনে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নিতে হবে।

  2. 2

    প্যানে সরষের তেলে গরম করে মাছ ভেজে নিতে হবে।

  3. 3

    মাছ তুলে নিয়ে ঐ প্যানে জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরণ দিতে হবে। এবার পেঁয়াজ আদা, কাচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে কষাতে হবে। এবার টমেটো কুচি দিয়ে নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো। এবার হলুদ, জিরা আর ধনে গুঁড়া দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষাতে হবে। তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে ।

  4. 4

    এবার ভাজা মাছ দুটো দিয়ে কিছু সময় ফুটিয়ে ঝোল মাখো মাখো হলেই তৈরি পমফ্রেট মাছের ঝাল। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

মন্তব্যগুলি

Similar Recipes