খিচুড়ি (khichuri recipe in bengali)

Sujatamani Sarkar
Sujatamani Sarkar @cook_20981620

#as
week 2
আষাঢ় - শ্রাবন স্পেশাল

খিচুড়ি (khichuri recipe in bengali)

#as
week 2
আষাঢ় - শ্রাবন স্পেশাল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম গোবিন্দ ভোগ চাল
  2. ৫০০ গ্রাম মুগ ডাল
  3. ৪ টি শুকনো লঙ্কা
  4. ৪ টি তেজপাতা
  5. স্বাদ মতলবণ
  6. ২ চা চামচ চিনি
  7. ১ .৫চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১ চা চামচ জিরা গুঁড়ো
  10. ১ চা চামচ গরম মশলা
  11. পরিমাণ মতপরিমান মত তেল
  12. ১ মুঠোকাজু ও কিসমিস
  13. ৩ চা চামচ ঘি
  14. ১ টি গাজর
  15. প্রয়োজন অনুযায়ীবিন্স
  16. প্রয়োজন অনুযায়ী ফুলকপি
  17. ১ টি টমেটো
  18. ৫-৬ টি কাঁচা লঙ্কা
  19. ১ টুকরো আদা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে শুকনো কড়াইতে মুগ ডাল ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    তারপর সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    ভেজে রাখা মুগ ডাল সেদ্ধ করে নিতে হবে।

  4. 4

    একটি হাড়িতে বেশ কিছুটা জল ফুটতে দিতে হবে। জল ফুটে উঠলে গোবিন্দভোগ চাল ধুয়ে পরিষ্কার করে তাতে দিয়ে দিতে হবে।

  5. 5

    অপরদিকে একটি কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিতে হবে। এবার একে একে কেটে রাখা সমস্ত সবজিগুলো ভেজে নিতে হবে।

  6. 6

    সবজি গুলি প্রায় ভাজা হয়ে গেলে সমস্ত মসলা (হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো,আদা বাটা,লবণ,চিনি, জিরেগুঁড়ো) দিয়ে কষিয়ে নিতে হবে।

  7. 7

    এতক্ষণে চাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মুগ ডাল আর কষিয়ে রাখা মসলা। ভালোভাবে মিশিয়ে খানিকক্ষণ ফুটতে দিতে হবে।

  8. 8

    কাজু, কিসমিস, ঘি এবং গরম মসলা ছড়িয়ে দিলেই তৈরি লোভনীয় স্বাদের খিচুড়ি। বর্ষাকালের একটি প্রিয় পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sujatamani Sarkar
Sujatamani Sarkar @cook_20981620

Similar Recipes