ফ্রাইড রাইস (Fried rice recipe in Bengali)

Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

ফ্রাইড রাইস (Fried rice recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জন
  1. ৫০০গ্রামবাসমতী চাল
  2. ১ বাটিমিহি করে কুচানোসব্জি (বিন্স,গাজর,মটরশুঁটি, ক্যাপ্সিকাম)
  3. প্রয়োজন মতোসাদা তেল, ঘি
  4. পরিমান মতোগোটা গরম মশালা (তেজপাতা,এলাচ,দারুচিনি)
  5. ৮-১০ টাকাজু ঘিয়ে ভেজে তুলে রাখুন
  6. ২০ গ্রাম কিশমিশ জলে ভিজিয়ে নিন
  7. ১ চা চামচ রসুন কুচি
  8. স্বাদ মতনুন চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    বাসমতী চাল ৮০% রান্না করে নিন।জল ঝরিয়ে ঠান্ডা করে নিন

  2. 2

    কুচানো সব্জি গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সাদা তেলে ভেজে নিন। তুলে রাখুন একটা পাত্রে

  3. 3

    একটা তলামোটা পাত্র গ্যাসের ওপর বসিয়ে নিন।

  4. 4

    ঘি ও সাদাতেল দিয়ে গোটা গরম মশালা ফোড়ন দিয়ে দিন।

  5. 5

    ফোড়ন ভাজা হলে কুচানো রসুন দিয়ে সোনালী করে ভাজুন।

  6. 6

    ভাত দিয়ে তার উপর ভসজা সব্জি গুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে নিন।

  7. 7

    আবার ভাত আবার সব্জি দিয়ে দিন। টস করুন।

  8. 8

    কাজু ভাজা ও ভেজানো কিসমিস দিয়ে মিশিয়ে নিন।

  9. 9

    নুন ও চিনি দিন। ভালো করে মিশিয়ে নিন।

  10. 10

    গ্যাসের আঁচ কম করে ৫ মিনিট রান্না হতে দিন।

  11. 11

    গ্যাস অফ করে গরম গরম সার্ভ করুন।

  12. 12

    বেবি পটেটো র দম আর ফ্রাইড রাইসের দারুণ একটা মেলবন্ধন আছে আমি সেটাই সার্ভ করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

Similar Recipes