বাটা মাছের ঝাল (Bata macher jhal recipe in Bengali)

Susmita Chakraborty
Susmita Chakraborty @cook_30920765

#c1

বাটা মাছের ঝাল (Bata macher jhal recipe in Bengali)

#c1

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 6 টিবাটা মাছ
  2. 2 টিছোট সাইজের পেঁয়াজ কুচি
  3. স্বাদমতোলবণ
  4. 1 চা চামচগোটা কালোজিরে
  5. 1 টিটমেটো কুচি
  6. প্রয়োজন মতধনেপাতা কুচি
  7. প্রয়োজন মতজল
  8. 1/2 চা চামচহলুদগুঁড়ো
  9. প্রয়োজন মতসরিষাবাটা আর পোস্তবাটা
  10. স্বাদমতো গোটা কাঁচা লঙ্কা
  11. প্রয়োজন মতসরিষার তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে পরিমাণমতো লবণ ও হলুদ গুড়ো মাখিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করে নিয়ে তাতে মাছ গুলো ভেজে তুলে নিতে হবে।মাছ ভাজা হয়ে গেলে ঐ তেলে গোটা কালো জিরে,কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে তাতে টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর তাতে পরিমাণ মতো হলুদ গুড়ো দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।মসালা গুলো কষানো হয়ে গেলে সরিষা ও পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণমতো জল দিতে হবে।ঝোল ফুটে উঠলে ভাজা মাছ গুলো ঝোলে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

  4. 4

    5 মিনিট পর ঢাকনা খুলে তাতে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।তৈরি হয়ে গেল বাটা মাছের ঝাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Susmita Chakraborty
Susmita Chakraborty @cook_30920765

Similar Recipes