চিকেন পাতুরি (Chicken paturi recipe in Bengali)

Sutapa Dey
Sutapa Dey @mamoni_004

চিকেন পাতুরি (Chicken paturi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
  1. ৫০০গ্রামচিকেন কিমা
  2. ৫ টেবিল চামচ পেঁয়াজের রস
  3. ৩ টেবিল চামচআদার রস
  4. ৩টেবিল চামচরসুনের রস
  5. ৫ টেবিল চামচসাদা সর্ষে বাটা
  6. ২ টেবিল চামচ কালো সর্ষে বাটা
  7. ২ চা চামচকাঁচা লঙ্কা বাটা
  8. ৩ টেবিল চামচপোস্ত বাটা
  9. ৫টেবিল চামচ সর্ষের তেল
  10. স্বাদ মতচেরা কাঁচা লঙ্কা
  11. ৪ টেবিল চামচনারকেল কোরানো
  12. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    কলা পাতা গুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চৌকো করে কেটে নিয়ে দুই পিঠে সর্ষের তেল লাগিয়ে আগুনে হালকা করে সেকে নিতে হবে।।

  2. 2

    তারপর একটা বাটিতে চিকেন কিমা টা নিয়ে নিতে হবে।। তারপর তার মধ্যে পেঁয়াজের রস, আদার রস, রসুনের রস, সাদা সর্ষে বাটা. কালো সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, কোরানো নারকেল, সর্ষের তেল ৫ টেবিল স্পুন, আর পরিমান মতন নুন দিয়ে পুরোটা ভালো করে মেখে একটা মিশ্রণ তৈরি করতে হবে।।

  3. 3

    ওই সেকে রাখা কলা পাতা গুলোর মধ্যে একটু একটু করে মিশ্রণ গুলো দিয়ে তার ওপরে একটা করে চেরা লঙ্কা দিয়ে দিতে হবে।।

  4. 4

    তারপর প্রত্যেকটা কলা পাতা ভালো করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে।।

  5. 5

    একটা বড় পাত্রে জল গরম করতে দিতে হবে।। জল গরম হয়ে গেলে তার ওপর একটা জালিয়ালা থালা দিয়ে ঢাকা দিয়ে তার ওপর একটা একটা করে কলাপাতায় মোড়ানো চিকেনগুলো বসিয়ে ভালো করে ঢেকে স্টিম হওয়ার জন্য রেখে দিতে হবে ১৫/২০মিনিট।।গ্যাস মিডিয়াম আঁচে থাকবে।।

  6. 6

    প্রায় ২০ মিনিট হয়ে গেলে নামিয়ে নিতে হবে

  7. 7

    তারপর আর একটা ফ্রাইং প্যান নিয়ে সেটা তে ভালো করে তেল লাগিয়ে দুটো সাইড ভালো করে ৫ মিনিট সেকে নিতে হবে।।

  8. 8

    সব সেকা হয়ে গেলে তৈরি হয়ে যাবে চিকেন পাতুরি।। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই পাতুরি।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Dey
Sutapa Dey @mamoni_004

Similar Recipes