নিরামিষ বাঁধাকপির ঘণ্ট(niramish bandhakopi ghonto recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

নিরামিষ বাঁধাকপির ঘণ্ট(niramish bandhakopi ghonto recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20-30 মিনিট
3-4 সারভিংস
  1. 250 গ্রামবাঁধাকপি
  2. 1 চা চামচআদা বাটা
  3. 1 চা চামচগোটা জিরে
  4. 1-2 টিশুকনো লঙ্কা
  5. 1 টিতেজপাতা
  6. 1 চা চামচহলুদ
  7. স্বাদমতোলবণ
  8. 2 চা চামচ সর্ষের তেল
  9. 15-20 টিকাঠবাদাম
  10. 1 চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  11. 3-4 টিকাঁচা লঙ্কা
  12. 1 চা চামচজিরে গুঁড়ো
  13. 1 চা চামচধনে গুঁড়ো
  14. 1টেবিল চামচ ঘি
  15. 1-2 টি মাঝারি আলু
  16. 1 টিটমেটো কুচি

রান্নার নির্দেশ সমূহ

20-30 মিনিট
  1. 1

    প্রথমে আলু গুলি ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। বাঁধাকপি ও আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইয়ে তেল গরম করে বাদাম গুলো ভেজে তুলে নিতে হবে ।এবার ওর মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোরণ দিতে হবে। কুচি করা আলুগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে।

  3. 3

    এবার ওর মধ্যে আদা বাটা টমেটোকুচি জিরেগুঁড়ো ধনেগুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে হবে।

  4. 4

    এবার ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে ভালোভাবে মসলার সাথে মিশিয়ে নিতে হবে।স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে।ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষন।

  5. 5

    এবার ঢাকনা খুলে বাঁধাকপি আলু সাথে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে ।কিছুক্ষণ পরপর খুলে নাড়তে হবে নয়তো বাঁধাকপি নিচে লেগে যাবে।

  6. 6

    আমার এখানে কোন জলের প্রয়োজন হয়নি এভাবে ঢাকা দিয়ে রান্নাটি হয়ে গেছে তবে প্রয়োজন মতো জল লাগলে দিতে হবে।

  7. 7

    আলু বাঁধাকপি ভালোভাবে সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা বাদামগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে উপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  8. 8

    এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyashree Roy Chatterjee

Similar Recipes