বাঁধাকপি দিয়ে ছোলার ডাল (Badhakopi diye cholar dal recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

বাঁধাকপি দিয়ে ছোলার ডাল (Badhakopi diye cholar dal recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২ বাঁধাকপি
  2. ১টা আলু
  3. ১ টা টমেটো
  4. ১/২ বাটি ছোলার ডাল
  5. ১ টা ছোট টুকরো আদা
  6. ২টো কাঁচা লঙ্কা
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  10. ১ চিমটি হিং
  11. ১ টা তেজপাতা
  12. ১/৪ চা চামচ গোটা জিরে
  13. ১টা শুকনো লঙ্কা
  14. ১ চা চামচ চিনি
  15. স্বাদ মত লবণ
  16. পরিমাণ মত সাদা তেল/ বা সর্ষে তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    বাঁধাকপি কেটে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। ছোলার ডাল সেদ্ধ করে নিতে হবে। আলু ছোট টুকরো করে কেটে নিতে হবে। টমেটো ছোট টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে তাতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও হিঙ ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বের হলে ওর মধ্যে আলু দিয়ে ভাজতে হবে। আলু ভালো করে ভেজে ওর মধ্যে টমেটো কুচি ও সমস্ত গুঁড়ো মসলা দিতে হবে। আদা ও কাঁচালঙ্কা একসাথে বেটে ওর মধ্যে দিতে হবে।

  3. 3

    এবার সেদ্ধ বাঁধাকপি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে সেদ্ধ করা ছোলার ডাল দিতে হবে। পরিমান মত লবণ ও চিনি দিয়ে প্রয়োজন মনে করলে অল্প গরম জল দেয়া যাবে।৪-৫ মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে। গরম গরম লুচি বা পরোটার সাথে ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Nath

Similar Recipes