বাঁধাকপির তরকারি (Bandhakopir torkari recipe in Bengali))

Sampa Chandra
Sampa Chandra @Sampa_

বাঁধাকপির তরকারি (Bandhakopir torkari recipe in Bengali))

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জন
  1. ১/২ বাঁধাকপি
  2. ২ টি আলু
  3. ২ টি পেঁয়াজ কুচি
  4. ১ টি টমেটো কুচি
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১ চা চামচ রসুন বাটা
  7. ১ চা চামচ জিরা বাটা
  8. ১ চা চামচ ধনে গুঁড়া
  9. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  10. ১ চা চামচ চিনি
  11. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ২ টি +১/২ চা চামচ +২ টি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা
  14. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে বাঁধাকপি টাকে কুচিয়ে ও আলু গুলো ডুমো ডুমো করে কেটে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।ও আলু গুলো ভেজে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইয়ে তেল গরম করে তারমধ্যে তেজপাতা, পাঁচ ফড়ং ও শুকনো লঙ্কা ফড়ং দিয়ে একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা,টমেটো কুচি, ধনে গুঁড়া ও প্রয়োজনমতো নুন, লঙ্কা গুঁড়ো ও হলুদ,দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে বাঁধা কপি ও ভেজে রাখা আলু গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ও প্রয়োজন হলে নুন ও জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ।

  3. 3

    এরপর ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে গেলে চিনি ও গরম মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। এবার ভাত বা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন বাঁধাকপির তরকারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Chandra

Similar Recipes