ডাল তরকা(Dal tadka recipe in Bengali)

Malabika Biswas
Malabika Biswas @mala_17

#ebook06
#week9
২ রকম ডাল দিয়ে তড়কা ডাল বানিয়েছি। বিভিন্নরকম ডাল রান্না করে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভাল

ডাল তরকা(Dal tadka recipe in Bengali)

#ebook06
#week9
২ রকম ডাল দিয়ে তড়কা ডাল বানিয়েছি। বিভিন্নরকম ডাল রান্না করে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভাল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিঃ
৩ জনের মত
  1. ১০০ গ্রাম তড়কা ডাল
  2. ৫০ গ্রাম কালো মুগ
  3. ১টা পেঁয়াজ কুচি
  4. ৪-৫ কোয়া রসুন
  5. ১/২" আদা
  6. ১ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১ চা চামচ ধনে গুঁড়ো
  8. স্বাদ মত নুন
  9. ২ টেবিল চামচ সাদা তেল
  10. ১ চা চামচ গরম মশালা
  11. ১ চা চামচ বাটার /মাখন
  12. ১ টা টমেটো কুচি
  13. ৩-৪ টে কাঁচা লঙ্কা
  14. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  15. ১ চা চামচ চিনি
  16. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিঃ
  1. 1

    ডাল ৬/৭ ঘঃ ভিজিয়ে রেখেছিলাম।

  2. 2

    প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি

  3. 3

    গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তেল দিয়েছি।

  4. 4

    আদা,রসুন বেটে নিয়েছি।

  5. 5

    তেলে পেঁয়াজ কুচি দিয়েছি। নেড়েচেড়ে আদা,রসুন বাটা দিয়ে সতে করে নিয়েছি

  6. 6

    টোমাটো কুচি দিয়েছি। নেড়েচেড়ে জিরে, ধনে গুড়ো দিয়েছি। নুন, চিনি লাল লংকা দিয়েছি। মশালা নেড়েচেড়ে সেদ্ধ ডাল দিয়েছি।কাঁচালংকা দিয়েছি।

  7. 7

    নেড়েচেড়ে জল দিয়েছি। ৩/৪ মিঃ পর গ্যাস অফ করে দিয়েছি।গরম মশালা দিয়েছি। উপরে বাটার ছড়িয়ে দিয়েছি।কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি।

  8. 8

    পেঁয়াজ কুচি, টোমাটো কুচি দিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Malabika Biswas

মন্তব্যগুলি

Similar Recipes