গুঁড়ো দুধের মালপোয়া (guro doodher malpua recipe in Bengali)

Trisha Majumder Ganguly
Trisha Majumder Ganguly @Trisha_1503
পাটনা

#JM
শ্রী কৃষ্ণ ও বাবা লোকনাথের জন্মাষ্টমী উপলক্ষে এই রান্না।।

গুঁড়ো দুধের মালপোয়া (guro doodher malpua recipe in Bengali)

#JM
শ্রী কৃষ্ণ ও বাবা লোকনাথের জন্মাষ্টমী উপলক্ষে এই রান্না।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সময় সাপেক্ষ
৪-৫ জনের জন্য
  1. ব্যাটারের জন্যঃ-
  2. ৪ কাপ ময়দা
  3. ১ কাপ সুজি
  4. ২ কাপ গুঁড়ো দুধ
  5. ২ টেবিল চামচ কাজুবাদাম ও কিসমিস কুচি
  6. ২ টেবিল চামচ চিনি
  7. রসের জন্যঃ-
  8. ২ টি এলাচ
  9. ২ কাপ চিনি
  10. ৪ কাপ জল
  11. ভাজার জন্যঃ-
  12. পরিমাণ মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

সময় সাপেক্ষ
  1. 1

    একটি পাত্রে রস তৈরী করার জন্য চিনি ও জল দিয়ে ফুটতে বসিয়ে দিতে হবে,

  2. 2

    চিনি সম্পূর্ণ গলে জলের সাথে মিশে গেলে ও জল মাঝারি আঠালো হতে শুরু করলে তাতে থেঁতো করা এলাচ দিয়ে সামান্য ফুটিয়ে বন্ধ করে রেখে দিতে হবে,

  3. 3

    অপরদিকে একটি পাত্রে ময়দা, সুজি, গুড়ো দুধ, চিনি, কাজুবাদাম ও কিসমিস কুচি মিশিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে একটি মাঝারি গাঢ় ব্যাটার তৈরী করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে,

  4. 4

    তিরিশ মিনিট পরে ঢাকা খুলে আর একবার মিশিয়ে একটি গোল হাতার সাহায্যে আগে থেকে কড়াইয়ে গরম করতে বসানো সাদাতেলে গোল করে দিয়ে দিতে হবে,

  5. 5

    তারপর একদম কম আঁচে দুপাশ হাল্কা লালচে করে ভেজে তুলে অপর একটি পাত্রে আগে থেকে তৈরী করাগরম চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে,

  6. 6

    দশমিনিট পরে একটি পাত্রে রসে ভেজানো মালপোয়াগুলো তুলে ওপর থেকে রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Trisha Majumder Ganguly
পাটনা
For me cooking is a therapeutic..Where I feel more alive than ever..
আরও পড়ুন

Similar Recipes