সুজির মোহন ভোগ (Sujir Mohon bhog recipe in bengali)

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

#JM
শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা রইলো। ছোট্ট গপুর ( গোপাল ) পছন্দসই খাবার সুজির মোহন ভোগ তৈরী করেছি। আর যেহেতু গপু মাখন চুরি করে খেয়েছিল তাই সাথে একটু মাখন ও রেখেছি। এবার গপুর খাবার পালা।

সুজির মোহন ভোগ (Sujir Mohon bhog recipe in bengali)

#JM
শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা রইলো। ছোট্ট গপুর ( গোপাল ) পছন্দসই খাবার সুজির মোহন ভোগ তৈরী করেছি। আর যেহেতু গপু মাখন চুরি করে খেয়েছিল তাই সাথে একটু মাখন ও রেখেছি। এবার গপুর খাবার পালা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
6 সারভিংস
  1. 3/4 কাপসুজি
  2. 3/4 কাপঘি
  3. 3/4 কাপচিনি
  4. 1 লিটার দুধ
  5. 2 টোদারচিনি
  6. 4 টেএলাচ
  7. 2 টোতেজপাতা
  8. 4টেবিল চামচ আমন্ড
  9. 4টেবিল চামচ কিসমিস
  10. 1টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    আলমন্ড ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    প্যানে এক চামচ ঘি গরম করে আলমন্ড ও কিচমিচ হালকা লাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    একটা পাত্রে ঢেলে রাখতে হবে ।

  4. 4

    ননস্টিকের প্যানে সুজি দিয়ে ঘি দিতে হবে।

  5. 5

    দারচিনি,এলাচ,তেজপাতা দিতে হবে।

  6. 6

    লালচে রং করে ভেজে এক লিটার দুধ শুকিয়ে 500 গ্রাম করে সুজির মধ্যে দিতে হবে।

  7. 7

    মিডিয়াম লো ফ্লেমে অনবরত নাড়তে হবে।

  8. 8

    চিনি দিতে হবে। মিশিয়ে নিতে হবে।

  9. 9

    ভাজা আলমন্ড ও কিচমিচ দিতে হবে।

  10. 10

    লো ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে দুধ শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

  11. 11

    পাত্রে রেখে উপর থেকে ভাজা আলমন্ড,কিচমিচ ও দেখতে ভালো লাগার দরুন সামান্য কালার স্প্রিংকেল ছড়িয়ে দিতে হবে।
    গোপালের ভোগ তাই আমি মোহন ভোগে নুন দিই নি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

Similar Recipes