মোরগ পোলাও(murg pulao recipe in Bengali)

Bireshwar Das Chaudhury
Bireshwar Das Chaudhury @Bireshwar2

মোরগ পোলাও(murg pulao recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিটে
4 সারভিংস
  1. 3 পেঁয়াজ কুচি
  2. 1/ 2 ইঞ্চ আদা কুচি
  3. 10কোয়ারসুন কুচি
  4. 1 চা চামচগরম মশলা
  5. 3টেতেজপাতা
  6. স্বাদ মতনুন ও চিনি
  7. 3 টেবিল চামচঘি
  8. 500 গ্রামগোবিন্দ ভোগ চাল
  9. 1 চা চামচহলুদ
  10. 1 চা চামচ জিরে গুঁড়ো
  11. 10 টিকিসমিস
  12. 3 টেবিল চামচসাদা তেল
  13. 2আলু

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিটে
  1. 1

    কড়াইয়ে তেল এবং ঘি একটু গরম করে তাতে তেজপাতা এবং শুকনা গোটা গরম মশলা দিয়ে নাড়ুন৷ ভালো গন্ধ বের হলে পেঁয়াজ,আদা, রসুন কুচি, মাংস হলুদ, জিরে গুঁড়ো, গরম মসলা গুঁড়ো দিয়ে কষিয়ে নিন ৷ প্রায় ১৫ মিনিট পরে কষিয়ে নিন।।

  2. 2

    চাল ধুয়ে নিন৷ এরপর ভেজা চাল শুকিয়ে নিন কিছুক্ষণ৷ শুকিয়ে যাওয়া চালে ঘি, হলুদ, আধ চাচামচ লবণ, গরম মশলার গুঁড়া ভালো করে মিশিয়ে নিন৷ এরপর একটি কড়াই গরম করে তাতে ১ টেবিল চামচ ঘি দিন৷ তাতে কাজু কিশমিশ দিয়ে নাড়তে থাকুন৷ একু সোনালি রং হলে তা নামিয়ে নিন৷

  3. 3

    এরপর আবার কড়াইয়ে ঘি একটু গরম করে তাতে তেজপাতা এবং শুকনা গোটা গরম মশলা দিয়ে নাড়ুন৷ ভালো গন্ধ বের হলে চাল দিন৷মাংসের কষা মিশ্রন মিক্স করে নিন। কিশমিশ, চিনি দিয়ে আঁচ কমিয়ে পরিমাণ মত জল দিন৷আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে, প্রায় ১৫ মিনিট
    দমে সিদ্ধ করুন।।নামানোর আগে ঘি দিয়ে নামান।

  4. 4

    মিঠা আতর,গোলাপ জল দিতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bireshwar Das Chaudhury

Similar Recipes