কড়াইশুঁটির কচুরি (Karaisuntir kochuri recipe in Bengali)

Sadiya yeasmin
Sadiya yeasmin @Sadiya_yeamin

#td
আমার খুব কাছের বান্ধবী সৌম্যাশ্রী। এই রেসিপি টি কুকপ্যাড এ ওর রেসিপি দেখে বানানো। এটা না বললে নয় যে সৈম্যাশ্রীই আমাকে কুকপ্যাড় ফ্যামিলি এর মেম্বার বানিয়েছিল।

কড়াইশুঁটির কচুরি (Karaisuntir kochuri recipe in Bengali)

#td
আমার খুব কাছের বান্ধবী সৌম্যাশ্রী। এই রেসিপি টি কুকপ্যাড এ ওর রেসিপি দেখে বানানো। এটা না বললে নয় যে সৈম্যাশ্রীই আমাকে কুকপ্যাড় ফ্যামিলি এর মেম্বার বানিয়েছিল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15মিনিট
3 সারভিংস
  1. ১ কাপ ময়দা
  2. ১/২ চা চামচ নুন
  3. ১ চা চামচ চিনি
  4. ২ চা চামচ তেল
  5. ১/২ কাপ গরম পানি
  6. ১ কাপ মটরশুঁটি বাটা
  7. ১ চা চামচ কালোজিরে
  8. ১ চা চামচ আদা বাটা
  9. ১ চিমটি হিং

রান্নার নির্দেশ সমূহ

15মিনিট
  1. 1

    ময়দা একটি বড় পাত্রে নিয়ে নুন,চিনি,তেল,হিং দিয়ে ময়ান দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  2. 2

    মটর সুটি বেটে নিতে হবে। কড়াই এ তেল দিয়ে কালোজিরে,আদা ও হিং ফোরন দিতে হবে। ফোরন দেওয়ার পরে তাতে বাটা মটর ও লবণ দিয়ে ভাল করে মেশাতে হবে।

  3. 3

    পুরের জন্য ছোটো ছোটো মটর মসলা কে ভাগ করে নিতে হবে।তারপর ময়দার থেকে লেচি কেটে
    মটর মসলা ঢুকিয়ে পাতলা করে তেল এ বেলে নিতে হবে।

  4. 4

    কড়াই এ তেল গরম করে তেলে লুচি গুলো ভাজতে হবে।উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে।
    আমি আলুর তরকারি দিয়ে সার্ভ করেছিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sadiya yeasmin
Sadiya yeasmin @Sadiya_yeamin

Similar Recipes