জাফরানি পোলাও এবং চিকেন গুস্তাবা (Jafrani Pulao,Chicken Gustaba recipe in Bengali)

Sujala Sarkar
Sujala Sarkar @cook_30332309

জাফরানি পোলাও এবং চিকেন গুস্তাবা (Jafrani Pulao,Chicken Gustaba recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. জাফরানি পোলাও তৈরির উপকরণ
  2. ৫০০ গ্রাম বাসমতী চাল
  3. ৮-১০ চা ্মচাচচামচ ঘি
  4. ১/৪ কাপ কাজু বাদাম
  5. ১/৪ কাপ কিসমিস
  6. ৪ টি আমন্ড বাদাম
  7. ২ চিমটি জাফরান
  8. ৪ চা চামচ দুধ
  9. ১ চা চামচ শাহী গরম মশলা
  10. ১/২ চা চামচগোটা গরম মশলা
  11. স্বাদ মত লবণ ও চিনি
  12. প্রয়োজন মত হলুদ ফুড কালার
  13. চিকেন গুস্তাবা তৈরির উপকরণ
  14. ৫০০ গ্রাম বোন লেস চিকেন
  15. ৪ +৪ কোয়া রসুন
  16. ১ টি বড়পেঁয়াজ কুচি
  17. ১ ছোট টুকরো আদা
  18. স্বাদ মত লবণ
  19. ১.৫ চা চামচ চিনি
  20. ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  21. ৮ টি কাঁচা লঙ্কা
  22. ১ চিমটি লঙ্কা গুঁড়ো
  23. প্রয়োজন অনুযায়ী সাদা তেল
  24. ২৫০ গ্রাম টক দই
  25. ৩ টি ডিম

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    জাফরানী পোলাও রেসিপি

  2. 2

    প্রথমে চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ২ চামচ ঘি এবং ১ চামচ গরম মশলা দিয়ে মেখে রাখতে হবে। দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রাখতে হবে এবং চালের সাথে মেখে নিতে হবে।

  3. 3

    এবার একটি কড়াইতে বাকি ঘি টা দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একে একে কাজু, কিসমিস এবং কুচানো আমন্ড বাদাম দিয়ে সামান্য ভেজে নিয়ে মেখে রাখা চাল দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে একে একে স্বাদমতো লবণ, চিনি, ফুড কালার, গরম মসলা এবং আন্দাজমতো জল দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে।

  4. 4

    গ্যাসের আঁচ লো থেকে মিডিয়াম রেখে ১০-১২ মিনিট রান্না করে ঢাকনা সরিয়ে দেখতে হবে চাল সঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা এবং জল শুকিয়ে গেছে কিনা।

  5. 5

    জল শুকিয়ে ঝরঝরে হয়ে গেলেই তৈরি জাফরানি পোলাও।

  6. 6

    চিকেন গুস্তাবা রেসিপি

  7. 7

    প্রথমে চিকেনটি ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার রসুন বাটা, আদা বাটা একটা ডিম এবং চিকেন টি একসাথে পেস্ট করে নিতে হবে।

  8. 8

    বেটে রাখার চিকেনের সাথে ১ চামচ গোলমরিচের গুঁড়ো, ২ চামচ সাদা তেল, স্বাদমতো লবণ দিয়ে মেখে ২০ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে।

  9. 9

    এবার একটি বড় পাত্রে টক দই নিয়ে তার সাথে ২ চামচ তেল,স্বাদমতো লবণ, বাকি গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, চিনি, ২ টি ডিম এবং কয়েক কোয়া রসুন বাটা ও সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।

  10. 10

    এবার গ্যাস এ দইয়ের মিশ্রণটি বসিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার কিছুটা জল দিয়ে ভালোভাবে ফুটতে দিতে হবে।

  11. 11

    তারপর বেটে রাখা চিকেন থেকে ছোট ছোট বল তৈরি করে নিয়ে ফুটতে থাকা দইয়ের মিশ্রণের মধ্যে একে একে ছেড়ে দিতে হবে।

  12. 12

    বলগুলি ফুটে প্রায় দ্বিগুণ আকার হয়ে এলে গ্যাসের আঁচ কমিয়ে দিতে হবে।

  13. 13

    আরেকটি কড়াইতে তেল গরম করে কুচিয়ে রাখা পেঁয়াজ টি লালচে করে ভেজে নিতে হবে এবং রান্না টিতে মিশিয়ে দিলেই তৈরী চিকেন গুস্তাবা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sujala Sarkar
Sujala Sarkar @cook_30332309

Similar Recipes