ইলিশ পাতুরি(ilish paturi recipe in Bengali)

Ratna Sarkar
Ratna Sarkar @Ratnafoodworld

ইলিশ পাতুরি(ilish paturi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
2 জনের
  1. 1 চা চামচসাদা সর্ষে
  2. 1 চা চামচ কালো সর্ষে বা রাই
  3. 1 চা চামচপোস্ত
  4. 1 চা চামচটক দই
  5. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  6. 1 চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. 1 চা চামচকাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  8. 2 টিচেরা কাঁচা লঙ্কা
  9. 1 টেবিল চামচসর্ষের তেল
  10. স্বাদ মতনুন, চিনি
  11. প্রয়োজন অনুযায়ী তেল

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে মাছের টুকরো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে সামান্য নুন, হলুদ, লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    এবারে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, টক দই আর স্বাদ মত নুন দিয়ে ভালো করে বেটে বা পেস্ট করে নিতে হবে। এবারে তাতে স্বাদ মত চিনি, কাশ্মিরী লঙ্কা গুড়ো, বাকি লঙ্কা গুড়ো, হলুদ গুড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, এবারে কাঁচা সর্ষের তেল দিয়ে আবারো ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মাছের টুকরো দিয়ে মাখিয়ে 5 মিনিট রাখতে হবে।

  3. 3

    এবারে কলা পাতা পছন্দের মত করে কেটে সামান্য একটু তেল দুই দিকে মাখিয়ে একটু গ্যাসের আগুনে সেঁকে নিতে হবে যাতে পাতুরি মুড়তে সুবিধা হয়।

  4. 4

    এবারে একটি করে মাছের টুকরো কলা পাতায় সুন্দর করে রেখে উপর থেকে একটু ব্যাটার দিয়ে এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে।

  5. 5

    এবারে একটি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে পাতুরি গুলো দিয়ে লো আঁচে 10 মিনিট রেখে ঢেকে দিতে হবে। এবারে পাতুরি উল্টে আবারও 5 মিনিট লো আঁচে ঢেকে রাখতে হবে। এবারে গ্যাস বন্ধ করে আরো 5 মিনিট রাখতে হবে উল্টে পাল্টে।

  6. 6

    এবারে একটি পরিবেশন পাত্রে নামিয়ে গরম গরম পরিবেশন করা যাবে সপ্তমী স্পেশাল "ইলিশ পাতুরি"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna Sarkar
Ratna Sarkar @Ratnafoodworld

Similar Recipes