লাউ চিংড়ি (Lau chingri recipe in Bengali)

Subhasri Maity
Subhasri Maity @cook_31077885

লাউ চিংড়ি (Lau chingri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
  1. 1টি মাঝারি লাউ
  2. 250 গ্রামচিংড়ি মাছ
  3. 1/2 চা চামচ আদা বাটা
  4. 1টিশুকনো লঙ্কা
  5. 3-4টিকাঁচা লঙ্কা ও তেজপাতা
  6. স্বাদ মতলবণ ও চিনি
  7. পরিমাণ মত সর্ষের তেল ও ঘি
  8. 1/2 চা চামচ কালো জিরে
  9. 1/2 + 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ,কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  10. 1/2 চা চামচগোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে লাউটা কে ঝিরঝির করে কেটে ধুয়ে নিতে হবে তার সঙ্গে চিংড়ি মাছ পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে ওই তেলে চিংড়ি মাছ মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে।

  3. 3

    ভাজা হয়ে গেলে মাছগুলো নামিয়ে কড়াই তে তেল দিয়ে কালো ও গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়ে ওর মধ্যে আদা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষতে হবে

  4. 4

    কষতে কষতে ওর মধ্যে লাউ গুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এরপর লাউ থেকে জল বেরিয়ে এলেওই জলে লাউ সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে মাছ গুলো দিয়ে দিতে হবে।

  5. 5

    একটু শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তাহলে গরম ভাতের জন্য লাউ চিংড়ি রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhasri Maity
Subhasri Maity @cook_31077885

Similar Recipes