মুগ ডালের পায়েস (Moong Dal er Payesh recipe in Bengali)

Aparna Majhi
Aparna Majhi @Aparna_Majhi

#YT
#foodofmystate

পায়েস খেতে কার না ভালো লাগে। কিন্তু সব সময় চালের পায়েস খাওয়া যায় না কারণ অনেক পুজোতে উপোস থাকলে চাল খাওয়া মানা থাকে। তখন এই মুগ ডালের পায়েস অনায়াসে খাওয়া যেতে পারে। এমনকি পুজোর ভোগেও এই পায়েস ঠাকুরকে নিবেদন করা যেতে পারে । মাত্র কয়েকটি উপকরণ ও অল্প সময়ে তৈরি হয়ে যায় এইটি।

মুগ ডালের পায়েস (Moong Dal er Payesh recipe in Bengali)

#YT
#foodofmystate

পায়েস খেতে কার না ভালো লাগে। কিন্তু সব সময় চালের পায়েস খাওয়া যায় না কারণ অনেক পুজোতে উপোস থাকলে চাল খাওয়া মানা থাকে। তখন এই মুগ ডালের পায়েস অনায়াসে খাওয়া যেতে পারে। এমনকি পুজোর ভোগেও এই পায়েস ঠাকুরকে নিবেদন করা যেতে পারে । মাত্র কয়েকটি উপকরণ ও অল্প সময়ে তৈরি হয়ে যায় এইটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
6 জন
  1. 750 এম এল দুধ
  2. 1 কাপমুগ ডাল (২০০ গ্রাম)
  3. 1/2 কাপচিনি
  4. 1টেবিল চামচ ঘি
  5. 2 টোছোট এলাচের গুঁড়ো
  6. প্রয়োজন মতপেস্তা বাদাম ও কাঠ বাদাম কুচি
  7. প্রয়োজন অনুযায়ীরূপোর তবক (ঐচ্ছিক)

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    কড়াইতে ঘি দিয়ে মুগ ডাল ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ বের হয়। খেয়াল রাখতে হবে যেন ডাল লাল না হয়ে যায় তাহলে সেদ্ধ হতে সমস্যা হবে।

  2. 2

    একটি প্রেসার কুকারে দুই কাপ দুধ ও ভাজা মুগ ডাল দিয়ে কম আঁচে গ্যাসে বসাতে হবে।কম আঁচে দুটো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। ডাল সেদ্ধ হবে কিন্তু যেন পুরো গলে না যায় তাহলে খেতে ভালো লাগবে না।

  3. 3

    একটি কড়াইতে বাকি দুধ টুকু দিয়ে তাতে মুগ ডাল সেদ্ধ দিয়ে কম আঁচে রান্না করতে হবে। মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে যাতে ডাল কড়াইতে লেগে না যায়।

  4. 4

    মিশ্রণ বেশ ঘন হয়ে এলে তাতে চিনি দিতে হবে। চিনির পরিমাণ বেশি বা কম করা যেতে পারে স্বাদ অনুযায়ী।

  5. 5

    এলাচ গুঁড়ো ও বাদাম কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে পায়েস গাঢ় ও মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে।

  6. 6

    পায়েস পরিবেশন করার পাত্রে ঢেলে উপরে বাদাম দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। চাইলে উপরে রূপোর তবক লাগিয়ে দিতে পারেন পরিবেশনের আগে সুন্দর দেখতে লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Aparna Majhi
Aparna Majhi @Aparna_Majhi

মন্তব্যগুলি

Similar Recipes