ছানার কোপ্তা (Chanar kofta recipe in Bengali))

Malabika Biswas
Malabika Biswas @mala_17

এই সপ্তাহে আমি ছানার কোপ্তা কারি বানাবো। #ebook06 #week12

ছানার কোপ্তা (Chanar kofta recipe in Bengali))

এই সপ্তাহে আমি ছানার কোপ্তা কারি বানাবো। #ebook06 #week12

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিঃ
২ জনের মত
  1. ৫০০ গ্রাম দুধ
  2. ২ চা চামচ ময়দা
  3. স্বাদমত নুন
  4. ২ চা চামচ পেঁয়াজ বাটা
  5. ১ চা চামচ রসুন বাটা
  6. ১চা চামচ আদা বাটা
  7. ১/২ চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  8. ৩ চা চামচসাদা তেল
  9. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  10. ১ চা চামচগরম মশালা গুঁড়ো
  11. ১/২ চা চামচ চামচ জিরে গুড়ো
  12. ১/২ চা চামচ চামচ ধনে গুঁড়ো
  13. ১/২ চা চামচচামচ হলুদ গুঁড়ো
  14. ১ চা চামচ ভিনিগার
  15. ১/২ কাপজল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিঃ
  1. 1

    দুধ গ্যাসে বসিয়ে দিয়েছি।

  2. 2

    ফুটে উঠলে গ্যাস অফ করে দিয়েছি

  3. 3

    দুধ নামানোর সঙ্গে সঙ্গে ভিনিগার দেব না। কিছুক্ষণ পরে একটু একটু করে ভিনিগার দেব আর দুধ নেড়ে দেব।

  4. 4

    এইভাবে ছানা কেটে নিয়েছি। গরম দুধে ভিনিগার দিলে ছানা শক্ত হয়ে যায়

  5. 5

    এবার ছানার সঙ্গে নুন, হলুদ, প্রয়োজন মত ময়দা, গরম মশালা গুড়ো দিয়ে আলতো হাতে মেখে নিয়েছি

  6. 6

    ছোট ছোট কোপ্তা আকারে গড়ে নিয়েছি

  7. 7

    গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াই গরম হলে তেল দিয়েছি। কোপ্তাগুলো ভেজে নিয়েছি

  8. 8

    ঐ তেলে আর একটু তেল দিয়ে আদা,রসুন,পেঁয়াজ বাটা দিয়ে এক মিঃ ভেজে নিয়েছি

  9. 9

    এরপর একে একে জিরে,ধনে, লাল লংকা গুড়ো, কাশ্মীরী লংকা দিয়ে কষে নিয়েছি

  10. 10

    উপরে তেল ভেসে উঠলে হাফ কাপ জল দিয়েছি

  11. 11

    ফুটে উঠলে কোপ্তা গুলো দিয়ে ২/৩ মিঃ রেখে নামিয়ে নিয়েছি

  12. 12

    একটা প্লেটে ঢেলে পরিবেশন করেছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Malabika Biswas

Similar Recipes