কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল(katla macher matha diye moong dal recipe in bengali)

titir chowdhury
titir chowdhury @201205titir

#আমারপ্রিয়ডাল

কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল(katla macher matha diye moong dal recipe in bengali)

#আমারপ্রিয়ডাল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
  1. ৩০০ গ্ৰাম মুগের ডাল
  2. ৫ টি মাছের মাথা ভাজা
  3. ১ টি টমেটো (কুচি)
  4. স্বাদমতোনুন
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ২ চা চামচ ঘি
  7. ২ টি পেঁয়াজ কুচি
  8. ১ চা চামচ আদা বাটা
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১ চা চামচ জিরে গুঁড়ো
  11. ১ চা চামচ গরম মশলা
  12. ১ চা চামচ গোটা গরম মশলা
  13. ২ টি শুকনো লঙ্কা
  14. ২ টি তেজপাতা
  15. ১/২ চা চামচ গোটা জিরে
  16. ১/৪ চা চামচ লঙ্কা গুঁড়ো
  17. ২-৩ টি কাঁচালঙ্কা
  18. পরিমাণ মতজল
  19. ১০০ এম এল তেল
  20. ৪ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে তেল গরম হলে মাছের মাথা নুন,হলুদ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    জিরে,ধনে,লঙ্কা,গরমশলা গুরো,আদা বাটা মিশিয়ে অল্প জল দিয়ে গুলে রাখতে হবে।

  3. 3

    ডাল শুকনো খোলাতে ভেজে জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

  4. 4

    তেলে শুটনো লঙ্কা,তেচপাতা,জিরে,গোটা গরমশলা ফোঁরন দিয়ে পিয়াজ কুচো দিয়ে ভাজতে হবে।

  5. 5

    পিয়াজ লাল হলে গুলে রাখা মশলার মিশ্রন দিয়ে ভাজতে হবে।
    টমেটো দিয়ে ভাজতে হবে।

  6. 6

    মাছের ভাজা মাথা অল্প ভেঙে দিয়ে,নুন,হলুদ দিয়ে কষতে হবে ২ মিনিট।

  7. 7

    তারমধ্যে ডাল সিদ্ধ,ঘি,চিনি,কাঁচালঙ্কা দিয়ে মিশিয়ে ফুটে ডাল অল্প গাঢ় হলে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
titir chowdhury
titir chowdhury @201205titir
Cook is the best way which makes me happy always... i just love cook different foods.. Professionally I am a Mechanical Engineer
আরও পড়ুন

Similar Recipes