ঢাকার ডাল রুটি (Daal Roti recipe of Dhaka in Bengali)

Auli Kar Raha (অলি কর রাহা)
Auli Kar Raha (অলি কর রাহা) @AuliRaha
সালকিয়া, হাওড়া

আমরা বাঙালিরা বাঙালি খাবার বাদ দিয়েও প্রতিবেশি রাজ্য বা প্রতিবেশি দেশের জনপ্রিয় খাবারগুলি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসি। ঢাকার তেমনই একটি জনপ্রিয় পদ হল ডাল রুটি। আমাদের ডাল পুরী থেকে অনেকটাই আলাদা কিন্তু এই পদটি।

ঢাকার ডাল রুটি (Daal Roti recipe of Dhaka in Bengali)

আমরা বাঙালিরা বাঙালি খাবার বাদ দিয়েও প্রতিবেশি রাজ্য বা প্রতিবেশি দেশের জনপ্রিয় খাবারগুলি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসি। ঢাকার তেমনই একটি জনপ্রিয় পদ হল ডাল রুটি। আমাদের ডাল পুরী থেকে অনেকটাই আলাদা কিন্তু এই পদটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ১০০গ্রাম মুগ বা ছোলার ডাল
  2. ১ টা মাঝারি পেঁয়াজ
  3. ১/২ চা চামচ আদা বাটা
  4. ২৫০গ্রাম ময়দা
  5. পরিমাণ মতজল
  6. স্বাদ মতনুন, কাঁচালঙ্কা
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ মৌরি
  9. পরিমাণ মতধনেপাতা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মুগ / ছোলার ডাল ভাল করে ধুয়ে নিয়ে পেঁয়াজ কুচি, মৌরি, নুন, হলুদ, কুচি কুচি করে কাটা কাঁচালঙ্কা, আদাবাটা সব একসঙ্গে সেদ্ধ বসিয়ে দেব।

  2. 2

    ওদিকে ভাল করে ময়ম দিয়ে ময়দা মেখে নেব। ময়দা মাখা হলে সেটা একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য।

  3. 3

    ডাল সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ ঠাণ্ডা করে তারমধ্যে ধনেপাতা দিয়ে হাতা দিয়ে ভাল করে পুরোটা ঘাটা ঘাটা করে দেব।

  4. 4

    এর পর দু'ভাবে রুটি করা যায়। প্রথমত পুর ভরে। আর দ্বিতীয়ত দুটো লেচি হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে দুটোর মাঝে ডালদিয়ে মুখ মেরে দিতে হবে। এখানে বলা দরকার রুটিগুলো বেশ মোটা মোটা হবে। আলুর পরোটা থেকেও মোটা হবে।

  5. 5

    সব শেষে চাটু বা ফ্রাই প্যানে রুটিগুলো হালকা আঁচে এ পাশ- ওপাশ করে সেঁকে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Auli Kar Raha (অলি কর রাহা)
সালকিয়া, হাওড়া

মন্তব্যগুলি

Similar Recipes