ক্যাপ্সিকাম চিকেন (Capsicum chicken recipe in Bengali)

Payel Bhattacharya
Payel Bhattacharya @cook_32327225

#আমারপ্রিয়রেসিপি #sb

ক্যাপ্সিকাম চিকেন (Capsicum chicken recipe in Bengali)

#আমারপ্রিয়রেসিপি #sb

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
  1. ২০০ গ্রাম বোনলেস চিকেন
  2. ২ চা চামচ কর্নফ্লাওয়ার
  3. ১ টি ডিম
  4. স্বাদমতোনুন
  5. ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  6. ১চা চামচ সয়া সস
  7. ১ চা চামচ ভিনেগার
  8. ৩ চা চামচ টমেটো সস
  9. ১ টি ক্যাপ্সিকাম কিউব করে কাটা
  10. ১ টি মাঝারি সাইজের পেঁয়াজ কিউব করে কাটা
  11. ১কাপসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    বোনলেস চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রাখতে হবে পাঁচ মিনিট।

  2. 2

    এর পরেই বোনলেস চিকেনে কর্নফ্লাওয়ার ও ডিম ভালো করে মাখিয়ে নিতে হবে।

  3. 3

    কড়াইতে সাদা তেল গরম করে এই চিকেন ভাল করে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    একটি বাটিতে সবরকম সস ভাল করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    সাদা তেলে পেঁয়াজ ক্যাপসিকাম কিউব ভাজতে হবে।

  6. 6

    ভাজা ভাজা হলে এতে গোলমরিচ গুঁড়ো,নুন দিতে হবে।

  7. 7

    এরপর এতে সসের মিশ্রণটি ঢেলে দিতে হবে।

  8. 8

    ভালো করে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা চিকেন যোগ করতে হবে।

  9. 9

    সামান্য জল দিতে হবে এবং একটু পরে যখন ফুটে উঠবে ও ঘন হয়ে আসবে তখন নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে চিলি চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Payel Bhattacharya
Payel Bhattacharya @cook_32327225

মন্তব্যগুলি

Similar Recipes