নলেন গুড়ের প্যাঁড়া সন্দেশ (nolen gurer pyara sandesh recipe in Bengali)

Tanzeena Mukherjee
Tanzeena Mukherjee @Tanzeena_M19

#GB2

নলেন গুড়ও পছন্দের আর প্যাঁড়াও। দুয়ে মিলে জমে যাবে।

নলেন গুড়ের প্যাঁড়া সন্দেশ (nolen gurer pyara sandesh recipe in Bengali)

#GB2

নলেন গুড়ও পছন্দের আর প্যাঁড়াও। দুয়ে মিলে জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
২-৩ জন
  1. ১ কাপ খোয়া ক্ষীর
  2. ১ কাপ নলেন গুড়
  3. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  4. ১ চা চামচ ঘি
  5. পরিমাণ মত ড্রাই ফ্রুটস (সাজানোর জন্য)

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    কড়াইতে খোয়া ক্ষীর দিয়ে খুব ভালো করে হাই আঁচে ৫ মিনিট সমানে নাড়তে হবে।

  2. 2

    তারপর এতে নলেন গুড় মিশিয়ে আবার হাই আঁচে সমানে নেড়ে পাক মারতে হবে।

  3. 3

    যখন মিশ্রণ আঠালো হয়ে পাত্র থেকে আলগা হয়ে উঠে আসবে এলাচ গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    একটি থালায় ঘি মাখিয়ে এই মিশ্রণ ছড়িয়ে রাখতে হবে।

  5. 5

    একটু গরম অবস্হাতেই ভালো করে হাতের সাহায্যে মেখে মসৃণ করে নিয়ে গোলাকার, অর্ধ চন্দ্রাকার বা লম্বা করে গড়ে নিলেই তৈরী হয়ে যাবে দারুণ স্বাদের নলেন গুড়ের প্যাঁড়া। এবার পছন্দের ড্রাই ফ্রুটস সাজিয়ে পরিবেশন করুন নলেন গুড়ের প্যাঁড়া সন্দেশ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tanzeena Mukherjee
Tanzeena Mukherjee @Tanzeena_M19
আমি বিভিন্ন রকম ক্রিয়েটিভ কাজকর্মে নিজেকে লিপ্ত রাখতে ভালোবাসি। রান্না, লেখালেখি এবং গান গাওয়া আমার বিশেষ পছন্দের জায়গা।রান্নার ক্ষেত্রে কুকপ্যাডে যোগ দিয়ে আমার জীবনের এক নতুন দিগন্ত খুলে গেছে। অনেক নতুন রান্না শিখছি সবার কাছ থেকে এবং নানা প্রতিযোগিতায় যোগদান করছি। এসব আমাকে বিশেষ আনন্দ প্রদান করছে। অ্যাডমিন দিদিদেরও অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর করে যে কোনো বিষয় বুঝিয়ে দেন যে অংশগ্রহণ করতেও খুব সুবিধা হয়।কুকপ্যাডকে তাদের প্রত্যেক প্রচেষ্টা, পরিশ্রমের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই 🙏🏻।
আরও পড়ুন

মন্তব্যগুলি (8)

Similar Recipes