খ্রীষ্টমাস কেক (Christmas cake recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

#KRC8
#Week8
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি খ্রীষ্টমাস কেক বেছে নিয়েছি।

খ্রীষ্টমাস কেক (Christmas cake recipe in Bengali)

#KRC8
#Week8
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি খ্রীষ্টমাস কেক বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১.৫ কাপ ময়দা
  2. ১কাপ চিনি
  3. ৩টে ডিম
  4. ১/২ কাপ সাদা তেল
  5. ১/২ কাপ কমলা লেবুর রস
  6. ১/২ কাপ ড্রাই ফ্রুট
  7. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  8. ১ চা চামচ বেকিং পাউডার
  9. ১/২ চা চামচ বেকিং সোডা
  10. ১/৮ চা চামচ জায়ফল গুঁড়ো
  11. ১/৮ চা চামচ দারুচিনি গুঁড়ো
  12. ১/২ চা চামচ কমলালেবুর খোসা গুঁড়ো
  13. ১০-১২ টা চেরি
  14. ১০-১২ টা কাজুবাদাম
  15. ১০-১২ টা আমন্ড

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কমলালেবুর রসের সঙ্গে ড্রাই ফ্রুটস ৮ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
    চিনি মিহি করে গুঁড়ো করে নিতে হবে।

  2. 2

    একটা বড়ো পাত্রের মধ্যে চিনি ও তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    একটা চালুনি তে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা নিয়ে ছেলে নিয়ে ডিমের মিশ্রণে দিয়ে মেশাতে হবে। এবার ফেটিয়ে নিতে হবে।ফিতের মতন পড়লে বুঝতে হবে ফেটানো ঠিক আছে। এবার ওর মধ্যে কমলার রসে ভেজানো ড্রাই ফ্রুটস, জায়ফল গুঁড়ো, দারুচিনি গুঁড়ো ও কমলার খোসা দিয়ে হালকা হাতে আরো একবার ফেটিয়ে নিতে হবে।

  4. 4

    এবার আগে থেকেই গ্যাসে কড়াইতে লবণ দিয়ে বসিয়ে ১০ মিনিট মিনিট গরম করে নিতে হবে।কেক বসানোর মোল্ডে বাটার পেপার রেখে তাতে মাখন ব্রাশ করে রাখতে হবে। ফেটানো কেকের মিশ্রন কেকের মোল্ডেঢেলে দুই বার ট্যাপ করে নিয়ে কড়াই তে বসিয়ে দিতে হবে।ঢাকনা দিয়ে মাঝারি আঁচে বসিয়ে রাখতে হবে।

  5. 5

    কাজুবাদাম ও আমন্ডে সামান্য ময়দা মাখিয়ে নিয়ে ১০ মিনিট মতো পরে কেকের উপর ছড়িয়ে দিতে হবে।৪৫ মিনিট পর গ্যাস অফ করে দিতে হবে। ঠাণ্ডা করে কেক মোল্ড থেকে বের করে নিতে হবে। উপরে চেরী দিয়ে সাজিয়ে দিলেই তৈরি কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Nath

Similar Recipes