ফিরনি টার্ট(firni tart Recipe in Bengali)

Madhumita Saha
Madhumita Saha @cook_64759821

#dd
(ডেজার্টে ফিরনি সকলেরই পছন্দের। আমি হোলি উপলক্ষ্যে একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি মশালা দিয়ে।টার্ট বানিয়ে তাতে ভরে পরিবেশন করেছি।)

ফিরনি টার্ট(firni tart Recipe in Bengali)

#dd
(ডেজার্টে ফিরনি সকলেরই পছন্দের। আমি হোলি উপলক্ষ্যে একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি মশালা দিয়ে।টার্ট বানিয়ে তাতে ভরে পরিবেশন করেছি।)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৩জনের জন্য
  1. টার্ট সেল বানানোর জন্য :-
  2. ১/২ কাপ ময়দা
  3. ১/৪ কাপ চিনি গুঁড়ো
  4. ১ চিমটি লবণ
  5. ১/২ চা চামচ বেকিং পাউডার
  6. ৪টেবিল চামচ বাটার
  7. ২-৩চা চামচ ঠান্ডা দুধ
  8. ফিরনি বানানোর জন্য :-
  9. ১/৪কাপ বাসমতী চাল
  10. ৫০০মিলি লি দুধ
  11. ১/৪ কাপ চিনি
  12. ২টেবিল চামচ মশালা পাউডার
  13. পরিমাণ মতঅল্প কেশর
  14. প্রয়োজন অনুযায়ী ড্রাইফ্রুটস (সাজানোর জন্য)

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    টার্ট বানানোর জন্য দুধ ছাড়া বাকি উপকরণ ভালো করে মিশিয়ে নিন যাতে ময়দা ঝুরঝুরে হয়।

  2. 2

    অল্প অল্প করে দুধ মিশিয়ে ডো বানিয়ে ১৫ মিনিটে ফ্রিজে রেখে দিন।

  3. 3

    ছোট ছোট লেচি কেটে টার্ট মোল্ডে চেপে চেপে টার্ট সেপ বানিয়ে নিন।

  4. 4

    কাঁটাচামচের সাহায্যে ফুটো ফুটো করে নিয়ে ১৬০৹তে ৩ মিনিট প্রিহিট করা এয়ারফ্রায়ারে ১০ মিনিট বেক করে নিন।(গ্যাস ওভেনে ৫মিনিট প্রিহিট করা পাত্রে বসিয়ে ২০ মিনিট বেক করাও যাবে।)

  5. 5

    বের করে ঠান্ডা করে এয়ারটাইট কৌটোতে রাখুন।

  6. 6

    ফিরনি বানানোর জন্য চাল ৩০ মিনিট ভিজিয়ে জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে দানা দানা করে গুঁড়ো করে নিন।

  7. 7

    দুধ ফুটিয়ে চাল গুঁড়ো দিয়ে একভাবে নেড়ে চাল সিদ্ধ করে নিন।

  8. 8

    চিনি,কেশর মিশিয়ে ফুটিয়ে ঠান্ডাই মশালা পাউডার দিয়ে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নিন।

  9. 9

    টার্টে ফিরনি ভরে ড্রাইফ্রুটস, কেশর, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhumita Saha
Madhumita Saha @cook_64759821

Similar Recipes