কেশর ফিরনি (Keshar  Phirni recipe in Bengali)

Saathi Das
Saathi Das @M_1235

#Sayantika
ফিরনি যেকোনো উৎসবে পার্বনে পরিবেশিত হয়।

কেশর ফিরনি (Keshar  Phirni recipe in Bengali)

#Sayantika
ফিরনি যেকোনো উৎসবে পার্বনে পরিবেশিত হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ২০ মিনিট।
৩ জন।
  1. ১ লিটার দুধ।
  2. ৫০ গ্রাম বাসমতী চালের গুঁড়ো
  3. ১ চিমটি কেশর
  4. স্বাদ মতচিনি
  5. ১ চিমটি নুন
  6. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ২০ মিনিট।
  1. 1

    প্রথমে চাল ধুয়ে ১ ঘন্টার জন্য ভিজিয়ে জল ঝরিয়ে শুকনো করে নিতে হবে। তারপর চালটি গুঁড়ো করে নিতে হবে।

  2. 2

    এরপর দুধ ঘন করে ফুটিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর কিছুটা দুধ একটি পাত্রে তুলে তাতে চাল গুঁড়ো গুলে ফোটানো দুধে দিতে হবে।

  4. 4

    এরপর চাল সেদ্ধ হয়ে গেলে চিনি, নুন, কেশর, এলাচ গুঁড়ো মেশাতে হবে।

  5. 5

    তারপর মিশ্রণটি ঘন হলে নামিয়ে পাত্রে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে।

  6. 6

    তারপর ফ্রিজ থেকে বার করে নিলেই তৈরী কেশর ফিরনি। আমি এটি মাটির পাত্রে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saathi Das
Saathi Das @M_1235

Similar Recipes