কেশরি ফিরনি(Kesari firni recipe in Bengali)

Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

#ebook2
#পুজোর রেসিপি
ফিরনি আমার খুব প্রিয় একটা মিষ্টি। আমি পুজোর দিনে নানারকম মিষ্টি তৈরি করে থাকি, তার মধ্যে অন্যতম হলো এই সুস্বাদু কেশরি ফিরনি।

কেশরি ফিরনি(Kesari firni recipe in Bengali)

#ebook2
#পুজোর রেসিপি
ফিরনি আমার খুব প্রিয় একটা মিষ্টি। আমি পুজোর দিনে নানারকম মিষ্টি তৈরি করে থাকি, তার মধ্যে অন্যতম হলো এই সুস্বাদু কেশরি ফিরনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4 জন
  1. 3 কাপফুল ক্রিম দুধ
  2. 3টেবিল চামচ বাসমতী চাল
  3. 1/3 কাপচিনি
  4. 10 টিকেশরর সুতা
  5. 4 ফোঁটারোজ এসেন্স

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    বাসমতি চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    1/4 কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখা চাল বেটে নিতে হবে। চাল বাটা খুব মিহি হবে না, একটু দানা দানা থাকবে।

  3. 3

    দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। 1 টেবিল চামচ উষ্ণ দুধে কেশরের সুতা ভিজিয়ে রাখতে হবে।

  4. 4

    দুধ ফুটে ঘন হয়ে গেলে এতে বেটে রাখা চাল দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। যাতে দলা পাকিয়ে না যায়।

  5. 5

    চাল সেদ্ধ হয়ে গেলে এরমধ্যে স্বাদ মত চিনি দিয়ে নাড়তে হবে। এবার এতে কেশর ভিজিয়ে রাখা দুধ দিয়ে, একটু নাড়াচাড়া করে আঁচ বন্ধ করে রোজস এসেন্স মিশিয়ে দিতে হবে।

  6. 6

    গরম অবস্থায় পরিবেশনের পাত্রে ঢেলে দিতে হবে। ঠান্ডা হলে, একটু কেশর আর পছন্দ মতো ড্রাইফ্রুটস(আমি দিইনি) দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে কেশরি ফিরনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

Similar Recipes