মাটন কোর্মা কারি (mutton korma curry recipe in Bengali)

Sudipta Rakshit
Sudipta Rakshit @sudi5570
California

#homely
আমার পছন্দের রেসিপি

মাটন কোর্মা কারি (mutton korma curry recipe in Bengali)

#homely
আমার পছন্দের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম মাটন আগে থেকে সেদ্ধ করে নেওয়া
  2. ২ টেবিল চামচ পেঁয়াজ সেদ্ধ করে বাটা
  3. ২ টেবিল চামচ আদা -রসুন বাটা
  4. ১ চা চামচ লঙ্কা বাটা
  5. ৪ টেবিল চামচ টক দই
  6. ২ টেবিল চামচ কাজুবাদাম বাটা
  7. প্রয়োজন অনুযায়ী গোলাপ জল
  8. ১/২ চা চামচ গরম মশলা -জায়ফল- জৈত্রি গুঁড়ো সব একসাথে করে নেওয়া
  9. ১/২শ+১/২চা চামচ হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি মির্চি পাউডার
  10. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  11. স্বাদ অনুযায়ী নুন এবং চিনি
  12. প্রয়োজন অনুযায়ী বেরেস্তা ভাজা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সাদা তেলে গরম মসলা -জায়ফল- জৈত্রি গুঁড়ো সব একসাথে দিয়ে যখন মশলার সুন্দর গন্ধ বেরুবে তাতে সেদ্ধ পেঁয়াজ বাটা,আদা -রসুন বাটা,লঙ্কা বাটা দিয়ে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে দিয়ে ভালো করে কষতে হবে।

  2. 2

    তেল ছেড়ে যখন বেরিয়ে আসবে তখন আগে থেকে ২ তো সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়া মটন ঢেলে অল্প নেড়ে তার ওপর টক দই, কাজু বাদাম বাটা দিয়ে খুব করে কষাতে হবে।

  3. 3

    স্বাদানুযায়ী নুন -চিনি দিয়ে এবং একটু গোলাপ জল দিয়ে আবার নাড়তে হবে।

  4. 4

    সুন্দর রং যখন আসবে তখন ওপর থেকে সামান্য হালকা গরম জল দিয়ে আবার একটু ভালো করে কষাতে হবে।

  5. 5

    তেল ছেড়ে যখন আসবে এবং মটন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে ওপর থেকে বেরেস্তা আর অল্প গরম মসলা ছড়িয়ে নামিয়ে ফেলতে হবে।

  6. 6

    খুব সহজেই হয়ে যায় এই রান্নাটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudipta Rakshit
Sudipta Rakshit @sudi5570
California
Follow me on Instagram -- https://www.instagram.com/sudipta_r_photowalkhttps://www.instagram.com/sudipta_rakshit_foodstoriesPassionate about Travel Photography and Cooking
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes