নবাবী সিমুই(Nawabi semui recepi in Bengali)

Susmita Ghosh
Susmita Ghosh @Mitas_kitchen
Durgapur

#ঈদ
ঈদ মানেই সিমুই। তাই এই ঈদ এ একটু অন্যরকম ভাবে উপস্থাপনা করলাম সিমুই।যেটা বাংলাদেশ এ ঈদে বানানো হয় শুধু সেখানেই নয় ভারত বর্ষেও বানানো হয়।খেতে খুব সুস্বাদু।

নবাবী সিমুই(Nawabi semui recepi in Bengali)

#ঈদ
ঈদ মানেই সিমুই। তাই এই ঈদ এ একটু অন্যরকম ভাবে উপস্থাপনা করলাম সিমুই।যেটা বাংলাদেশ এ ঈদে বানানো হয় শুধু সেখানেই নয় ভারত বর্ষেও বানানো হয়।খেতে খুব সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
৪জন
  1. ২০০ গ্রাম সরু সিমুই
  2. ২ প্যাকেট গুঁড়ো দুধ আমূল বা অন্য কিছু
  3. ৭৫০ এম এলঘন দুধ
  4. ৩ টেবিল চামচ ঘি
  5. ২ টেবিল চামচ কাস্টার্ড পাউডার
  6. ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  7. ১ টেবিল চামচ কাজু
  8. ১ টেবিল চামচ পেস্তা
  9. ১কাপ চিনির গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে সিমুই গুলো ভেঙে নিতে হবে।তারপর একটা ননস্টিক প্যান গ্যাসে বসিয়া গরম হলে ঘি দিতে হবে।

  2. 2

    তারপর ভেঙ্গে রাখা সিমুই গুলো ভাজতে হবে

  3. 3

    একটু ভাজা হলে অল্প গুঁড়ো চিনি ও গুঁড়ো দুধ দিয়ে ক্রমাগত নাড়তে হবে।

  4. 4

    ভালো করে ভাজা হলে নামিয়ে নিতে হবে।এবার একটা বেক টিনে অল্প সিমুই এর লেয়ার দিয়ে ফ্রিজ এ একটু সেট হতে দিতে হবে।

  5. 5

    তারপর দুধে কাস্টার্ড পাউডার ও কর্নফ্লাওয়ার গুলে গ্যাসে বসিয়ে গরম হলে ক্রমাগত নাড়তে হবে যাতে না লেগে যায়।বাকি চিনির গুঁড়ো ও এক প্যাকেট গুঁড়ো দুধ তাও মিশিয়ে নাড়তে হবে আর লাম্পস না হয় খেয়াল রাখতে হবে।একটু ঘন হলে নামিয়ে অল্প ঠান্ডা করতে হবে

  6. 6

    এবার বেক টিন টা বের করে জমে যাওয়া সিমুই এর উপর কাস্টার্ড টা ঢেলে দিয়ে উপর থেকে বাকি ভাজা সিমুই টাও ছড়িয়ে দিতে হবে।

  7. 7

    কাজু ও পেস্তা বাদাম হালকা আঁচে ঘি দিয়ে একটু ভেজে ভেঙে সিমুই এর উপর ছড়িয়ে দিতে হবে।

  8. 8

    তারপর আবার ফ্রিজ এ রেখে দিতে হবে বেশ অনেক ক্ষনের জন্য যাতে ভালো করে সেট হয়ে যায়।

  9. 9

    এবার কিছুক্ষন পর বের করে ছুরি দিয়ে পিস করে কেটে আলতো করে তুলে সুন্দর করে প্লেটে সাজিয়ে পরিবেশন করতে হবে নবাবী সিমুই।উপর আর নিচ টা কুরমুরে ও মাঝখান টা নরম একদম ভিন্ন স্বাদের নবাবী সিমুই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Susmita Ghosh
Susmita Ghosh @Mitas_kitchen
Durgapur
Ranna amar passion।sudhu tai noi akhn neshateo dariyeche।ae ranna kei akhn nijer proffession kore niyechi।bhison bhison valobasi nittinotun ranna korte o khete ar obossoi khoate।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes