ঝিঙে আলু পোস্ত (jhinge aloo posto recipe in Bengali)

Jayanti Banerjee
Jayanti Banerjee @cook_36789296

ঝিঙে আলু পোস্ত (jhinge aloo posto recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 জন
  1. 4টিচার আলু
  2. 2 টি কাঁচা লঙ্কা
  3. 6 টিঝিঙে
  4. 1টি পেঁয়াজকুচি
  5. 4 চা চামচপোস্ত
  6. 1/2 চা চামচপাঁচফোড়ন
  7. পরিমাণ মত সরিষার তেল
  8. পরিমাণ মত জল
  9. স্বাদ মতলবণ

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে ঝিঙে আলু জলে ভালো করে ধুয়ে, খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে।

  2. 2

    পোস্ত মিক্সিতে দিয়ে তাতে সামান্য পরিমাণে জল এবং কাঁচালঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে।

  3. 3

    গ্যাসে কড়াই বসিয়ে তেল ও পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। তারপর ঝিঙে ও আলু দিয়ে দিতে হবে।

  4. 4

    তারপর দিতে হবে লবণ ।তারপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে।

  5. 5

    কিছুক্ষণ পর জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়।

  6. 6

    ঝিঙে আলু ভালো করে সেদ্ধ হয়ে যাবার পর পোস্ত, লঙ্কা বাটা দিয়ে ভাল করে মিশিয়ে দিয়ে, দু'চামচ সরষে তেল দিয়ে দিতে হবে। আবারও ভাল করে মিশিয়ে নিতে হবে।
    তাহলেই তৈরি হয়ে যাবে ঝিঙে আলু পোস্ত ।এবার গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayanti Banerjee
Jayanti Banerjee @cook_36789296

Similar Recipes