ভেজিটেবিল চপ (vegetable chop recipe in Bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu

#js
জামাইষষ্ঠী স্পেশাল সন্ধ্যা বেলার স্ন্যাকস হিসেবে জমে যাবে।

ভেজিটেবিল চপ (vegetable chop recipe in Bengali)

#js
জামাইষষ্ঠী স্পেশাল সন্ধ্যা বেলার স্ন্যাকস হিসেবে জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4জন
  1. 1/2 কাপগাজর কুচি
  2. 1/2 কাপবিট কুচি
  3. 1/2 কাপবাঁধাকপি কুচি
  4. 1/2 কাপপেঁয়াজ কুচি
  5. 1/2 চা চামচআদা কুচি
  6. 1/2 চা চামচরসুন কুচি
  7. 5-6 টাকাঁচা লঙ্কা কুচি
  8. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  10. পরিমাণ মতচাট মশলা
  11. 1/2 চা ভাজা মশলা
  12. পরিমাণ মতসরষের তেল
  13. পরিমাণ মতসাদা তেল ভাজার জন্য
  14. স্বাদ মতনুন চিনি
  15. 1/2 চা চামচজিরা গুঁড়ো
  16. 1/2 চা চামচধনে গুঁড়ো
  17. 1/2 চা চামচধনেপাতা কুচি
  18. 1 টিআলু
  19. 250 গ্রামময়দা
  20. 1 কাপবিস্কুট গুঁড়ো
  21. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে আলু সিদ্ধ করে নিন। তারপর গাজর, বিট,বাঁধাকপি কুচি সিদ্ধ করে নিন।

  2. 2

    এবার আলু, গাজর, বিট, বাঁধাকপি সেদ্ধ মেখে নিন। তারপর সমস্ত মশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

  3. 3

    পেয়াঁজ, আদা রসুন কুচি দিয়ে ভেজে নিন। তারপর ওই মিশ্রন টি তে ঢেলে দিন ।তারপর আবার মেখে নিন।

  4. 4

    তারপর লম্বা লম্বা করে গড়ে নিন। তারপর ময়দা, নুন, গোলমরিচ গুড়ো পরিমাণমতো দিয়ে ব্যাটার বানিয়ে নিন।

  5. 5

    তারপর ব্যাটারে ডুবিয়ে বিস্কুট গুড়ো মাখিয়ে ডুবো তেলে ভেজে নিন।

  6. 6

    তারপর স্যালাড সহযোগে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

Similar Recipes