চিকেন বিরিয়ানি(chicken biryani recipe in Bengali)

Sraboni Banerjee
Sraboni Banerjee @cook_27916245

চিকেন বিরিয়ানি(chicken biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম বাসমতী চাল
  2. ৬০০ গ্রাম চিকেন
  3. ২ টো বড় আলু কেটে
  4. ২ টেবিল চামচ ঘি
  5. ১/২ কাপ দুধ
  6. স্বাদ মতনুন
  7. ২ টো বড় পেঁয়াজ ( ১ টা লম্বা করে কেটে নিয়েছি+ ১ টা বেটে নিয়ে
  8. ২ চা চামচ আদা+ রসুন বাটা
  9. ৪ চা চামচ টক দই
  10. ১ টা পাতিলেবুর রস
  11. ২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. পরিমাণ মতজাফরান
  13. ২-৩ ফোঁটা আতর
  14. ১ + ১ চা চামচ গোলাপ জল,কেওড়া জল
  15. পরিমাণ মতগরম মশলা গুঁড়ো
  16. ১ টা পাতিলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন গুলো ধুয়ে নিয়ে টক দই+ অল্প নুন+ অল্প গুঁড়ো লঙ্কা+ অল্প লেবুর রস + পিয়াঁজ বাটা দিয়ে মাখিয়ে রেখেছি।

  2. 2

    এবার এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে অল্প ঘি আর সাদা তেল দিয়ে কাটা পিয়াঁজ গুলো লাল করে ভেজে তুলে নিয়েছি। আর আলু গুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি।

  3. 3

    এবার ওই কড়া তেই ম্যারিনেট করা চিকেন টা পুরো টাই দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি।

  4. 4

    এবার একটা ডেচকি তে ঘি দিয়ে তাতে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে নাড়তে থেকেছি।এবার এতে পরিমাণ মতো জল দিয়ে ভাত টা সেদ্ধ হতে দিয়েছি।

  5. 5

    ভাত টা সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিয়েছি।এবার একটা পাত্রে ঘি মাখিয়ে নিয়ে তাতে অল্প করে ভাত দিয়েছি, তারপর আলু আর চিকেন দিয়েছি

  6. 6

    গুঁড়ো মশলা আর ওই সমস্ত জল আর দুধে ভিজিয়ে রাখা জাফরান, পিয়াঁজ ভাজা, লেবুর রস সব কিছু ২/৩ বার এইভাবে লেয়ার করে সাজিয়ে ঢাকা দিয়ে পাস থেকে ময়দা দিয়ে আটকিয়ে দিয়ে গ্যাস কম করে বসিয়ে দিয়েছি।

  7. 7

    দমে ১৫/২০ মিনিট রেখে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sraboni Banerjee
Sraboni Banerjee @cook_27916245

মন্তব্যগুলি

Similar Recipes