ছোলার ডাল

Supriya Mukherjee
Supriya Mukherjee @cook_37814299

#PR

ছোলার ডাল

#PR

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
৪ জন
  1. 4 কাপছোলার ডাল
  2. 2 টিটমেটো
  3. 1 চা চামচপাঁচফোড়ন
  4. 2 টিকাঁচা লঙ্কা
  5. পরিমাণ মতজল
  6. স্বাদ মতলবন
  7. 1 চা চামচহলুদ গুঁড়ো
  8. 1 চা চামচ চিনি
  9. 1 টেবিল চামচআটা বাটা
  10. 1 চা চামচজিরা গুঁড়ো
  11. 5 টেবিল চামচসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রে ছোলার ডাল নিয়ে ৪-৫ বার ভালো করে জলে ধুয়ে নিতে হবে

  2. 2

    ধোয়া হয়ে গেলে, গ‍্যাসে কুকার বসিয়ে কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে।

  3. 3

    কুকারে ডাল ফেলে দিয়ে তাতে লবন,হলুদ ও টমেটো দিয়ে তিনটে সিটি ফেলে নিতে হবে। তারপর নামিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে।

  4. 4

    এদিকে গ‍্যাসে কড়াই বসিয়ে তেল দিতে হবে।তেল গরম হলে পাঁচফোড়ন, চিনি ও শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে ও কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা বাটা ও জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে নিয়ে সেদ্ধ করে রাখার ডাল কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপর নামিয়ে নিতে হবে। তাহলে তৈরি হয়ে গেল ছোলার ডাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriya Mukherjee
Supriya Mukherjee @cook_37814299
cooking is my passion
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes