মটর ঘুগনি (matar ghoogni recipe in Bengali)

Piyali Banerjee
Piyali Banerjee @cook_37848468

#PR

মটর ঘুগনি (matar ghoogni recipe in Bengali)

#PR

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জন
  1. ৪ কাপ মটর কলাই
  2. ২ টি আলু(ডুমো ডুমো করে কাটা)
  3. ৪ টি পেঁয়াজ কুচি
  4. ১ ইঞ্চি আদা
  5. ১ কোয়া রসুন
  6. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  7. স্বাদ মত লবণ
  8. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  9. পরিমাণ মত জল
  10. ২ চা চামচ গোটা জিরা
  11. ১ টি তেজপাতা
  12. ১ চা চামচ চিনি
  13. ১ টি টমেটো কুচি
  14. ২ টি লঙ্কা
  15. পরিমাণ মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে কুকারের মধ্যে মটর কলাই, আলু,জল,লবণ ও হলুদ দিয়ে চারটি সিটি মেরে নিতে হবে । তারপর কিছুক্ষণ রেখে দিতে হবে।

  2. 2

    এবার গ্যাস এ কড়ায় বসিয়ে তেল দিতে হবে । তেল গরম হলে তাতে চিনি ও তেজপাতা ফোরণ দিয়ে দিতে হবে।

  3. 3

    এরপর মিক্সিতে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, জিরে সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর কড়াইয়ের মধ্যে সেই পেস্ট দিয়ে দিতে হবে।
    কিছুক্ষণ ধরে কষে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর ও আলু দিয়ে দিতে হবে। তারপর খুন্তি তে করে ভালো করে মিশিয়ে নিয়ে শেষে গরম মসলা দিয়ে নামিয়ে নিতে হবে। তাহলে তৈরি হয়ে গেল মটর ঘুগনি। এবার গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Piyali Banerjee
Piyali Banerjee @cook_37848468

মন্তব্যগুলি

Similar Recipes