ফুলকপির পরোটা (Fulkopir paratha recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#WV
শীতকালীন সবজি দিয়ে তৈরি ফুলকপির পরোটা।

ফুলকপির পরোটা (Fulkopir paratha recipe in Bengali)

#WV
শীতকালীন সবজি দিয়ে তৈরি ফুলকপির পরোটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৭ /৮ মিনিট
৩ জন
  1. ৩০০গ্রামময়দা /আটা
  2. ১.৫কাপফুলকপি গ্রেট করা
  3. ২ টেবিল চামচধনেপাতা কুচি
  4. ১ টেবিল চামচকাঁচা লঙ্কা কুচি
  5. ১ টেবিল চামচপেঁয়াজ কুচি
  6. স্বাদ মতনুন
  7. ৬ টেবিল চামচসাদা তেল
  8. ২৫ গ্রামমাখন
  9. পরিমাণ মতজল

রান্নার নির্দেশ সমূহ

৭ /৮ মিনিট
  1. 1

    গ্রেট করা ফুলকপি, পেয়াঁজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ও নুন মেখে নিতে হবে। ময়দা বা আটা মেখে নিতে হবে জল দিয়ে। ময়দা ও আটা অর্ধেক অর্ধেক পরিমান নিয়ে ও মাখানো যেতে পারে। ছোটো ১ টি লেছি কেটে বাটির মত আকারে গড়ে ফুলকপির মিশ্রন ঢুকিয়ে মুখ টা ভালো করে বন্ধ করে হাল্কা হাতে বেলে নিতে হবে রুটির আকারে। হাল্কা হাতে এইজন্য বেলতে হবে অন্যথায় পরোটা ফেটে যেতে পারে।

  2. 2

    তাওয়া গরম করে ২ দিক ভালো করে ঘুড়িয়ে ঘুড়িয়ে সেঁকে নিতে হবে। একটু বাদামী রং ধরলে ওপর থেকে সাদা তেল দিয়ে খুন্তি দিয়ে টিপে টিপে সেঁকে নিতে হবে যাতে করে পরোটা কোনও ভাবে ভিতরে বা সাইড গুলো কাঁচা না থাকে

  3. 3

    পরোটা তে সোনালি রং ধরে গেছে ও সুন্দর ভাবে সেঁকা ও হয়ে গেছে। ওপর থেকে গরম পরোটা তে মাখন লাগিয়ে পরিবেশন করেছি সঙ্গে মিক্স টক আচার। শীতকালের সব্জির মজা নিন এই গরম গরম ফুলকপির পরোটার খেয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes

More Recipes