ডাল পালং (Dal palong Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

শীতের সময় বিভিন্ন সবজি দিয়ে ডালের স্বাদকে আরোও বাড়িয়ে তোলে।এই রেসিপিটি ভাত কিংবা রুটি সবেতেই ভালো লাগবে। ভীষন হেলদি ও টেষ্টি

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৮জন
  1. ১কাপ অড়হর ডাল
  2. ১কাপ মুগ ডাল
  3. ১ আঁটি (ছোট) পালংশাক
  4. ২টো টমেটো
  5. স্বাদ মতনুন
  6. ১/২ চা চামচ চিনি
  7. ১.৫ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১/২চা চামচ ধনে গুঁড়ো
  9. ১চা চামচ আদা কুচি
  10. ৪টে লঙ্কা কুচি
  11. ১/২চা চামচ হিং
  12. ১চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  13. ১ টেবিল চামচ ঘি
  14. ফোঁড়ন
  15. ১/২চা চামচ জিরে ও
  16. ২টো শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে অড়হর ডাল ২-৩ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, মুগ ডাল শুখনো খোলায় ভেজে নিতে হবে।

  2. 2

    এবার কুকারে ২ রকম ডাল দিয়ে ১চামচ নুন,১/২চামচ হলুদ,১/২চামচ জিরে গুড়ো দিয়ে ২টো সিটি দিতে হবে, তবে ডাল খুব গলবে না।

  3. 3

    এবার কড়াইয়ে ঘি গরম করে জিরে ও শুখনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা ও লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে টমেটো কুচি দিয়ে নেড়ে কম আঁচে ঢেকে রান্না করতে হবে।

  4. 4

    টমেটো ভালো করে গলে গেলে ডাল ও প্রয়োজন মতো জল,নুন,ধনে ও জিরে গুড়ো, কাশ্মীরি লঙ্কা গুড়ো,১/২ চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে ২-৩ মিনিট ফুটতে দিতে হবে।

  5. 5

    এবার ডাল ভালো করে ফুটে মশলায় মিশে গেলে পালং শাক দিয়ে আরোও ২-৩ মিনিট মতো রান্না করতে হবে।

  6. 6

    এবার ডাল ও পালংশাক ভালো করে মিশে গেলে ও ডাল ঘন হয়ে গেলে নামিয়ে নিতে হবে।এই ডাল ভাত ও রুটি দুটোতে ই ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes