মুরগির মালাইকারি

Sutapa Dey
Sutapa Dey @mamoni_004

চিংড়ির মালাইকারি পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল বটে। তাই তো মালাইকারি নাম শুনলেই মনে পড়ে চিংড়ির কথা। তবে শুধু চিংড়ি নয় মুরগি দিয়েও রান্না করতে পারবেন মালাইকারি। গতানুগতিক মুরগির ঝোল, ভুনা না খেয়ে স্বাদ বদলাতে এভাবে রান্না করতে পারেন।

মুরগির মালাইকারি

চিংড়ির মালাইকারি পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল বটে। তাই তো মালাইকারি নাম শুনলেই মনে পড়ে চিংড়ির কথা। তবে শুধু চিংড়ি নয় মুরগি দিয়েও রান্না করতে পারবেন মালাইকারি। গতানুগতিক মুরগির ঝোল, ভুনা না খেয়ে স্বাদ বদলাতে এভাবে রান্না করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৫ জন
  1. মুরগির মাংস ১ কেজি
  2. কাপনারকেলের দুধ ২
  3. চামচমিষ্টি দই ২ টেবিল
  4. চা চামচআদা বাটা ১
  5. কাঁচা মরিচ ৫-৬টি
  6. চামচপেঁয়াজ বাটা ২ টেবিল
  7. চামচকাজুবাদাম বাটা ১ টেবিল
  8. টুকরোদারচিনি
  9. এলাচ ৪টি
  10. ডিম ১টি
  11. চা চামচবাদামকুচি ১
  12. ময়দা ১ টেবিল
  13. চামচঘি ১ টেবিল
  14. লবণ পরিমাণ মতো
  15. চা চামচটমেটো পিউরি ৪
  16. চা চামচমরিচ গুঁড়া ২
  17. তেল প্রয়োজন মতো
  18. চা চামচরসুন বাটা ১

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে মাংসর টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।

  2. 2

    এবার এর সঙ্গে আদা-রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লবণ, ময়দা এবং ডিম ফাটিয়ে মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করুন।

  3. 3

    চুলায় প্যান বসিয়ে গরম করে নিন। অল্প ঘি আর তেল দিয়ে গরম করে তাতে মাংসের টুকরোগুলো হালকা বাদামি করে ভেজে তুলে নিন।

  4. 4

    একই প্যানে পেঁয়াজ বাটা, দারচিনি ও এলাচ দিয়ে একটু ভেজে নিন। এবার এতে আদা-রসুন বাটা, হলুদ ও শুকনা মরিচগুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

  5. 5

    সব উপকরণ ভালোভাবে মিশে গেলে কড়াইয়ে টমেটো পিউরি, কাজুবাদাম বাটা, মিষ্টি দই আর নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে নিন।

  6. 6

    অল্প ফুটে এলে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে ঢাকা রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

  7. 7

    এবার ভাত, পোলাও কিংবা পরোটা, নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার মুরগির মালাইকারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sutapa Dey
Sutapa Dey @mamoni_004

মন্তব্যগুলি

Similar Recipes