শাহী চিকেন কোর্মা

Kumkum Chatterjee
Kumkum Chatterjee @cook_12055532

#নারকেল দিয়ে রান্না

শাহী চিকেন কোর্মা

#নারকেল দিয়ে রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জনের জন্য পরিবেশিত
  1. ৪০০ গ্রামমুরগির মাংস
  2. ২ বড় চামচটক দই
  3. ১ টিটম্যাটো পিউরি
  4. ৫-৬ টিকাজুবাদাম
  5. ১ বড় চামচসাদা তিল
  6. ১ বড় চামচনারকেল বাটা
  7. ২-৩ টিকাঁচা লঙ্কা বাটা
  8. ৩ টিপেয়াঁজ
  9. ১ বড় চামচআদা বাটা
  10. ১ চা চামচরসুন বাটা
  11. ১ বড় চামচছেঁচা গরম মশলা
  12. ১/২ চা চামচগরম মশলা গুঁড়ো
  13. ৩ বড় চামচরিফাইন্ড তেল
  14. ১ বড় চামচঘী
  15. ১ বড় চামচমালাই বা ক্রিম
  16. ১ বড় চামচনারকেল দুধ (ইচ্ছানুসারে)
  17. ২ টিভাজা গোটা লাল লঙ্কা
  18. ১ চা চামচধনেপাতা কুচি
  19. স্বাদমতনুন ও চিনি
  20. এক কাপজল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    নুন ও টকদই দিয়ে মুরগির মাংস মেখে একঘন্টা ম্যারিনেট করতে হবে। পেয়াঁজ সেদ্ধ করে কাজু বাদাম, তিল, নারকেল, মালাই বা ক্রিম এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে। ২ টো মিহি করে কাটা পেয়াঁজ ভেজে নিতে হবে এবং তুলে রাখতে হবে। ২ টো লাল লঙ্কা ভেজে নিতে হবে এবং তুলে রাখতে হবে।

  2. 2

    বাকি তেলে, মুর্গির টুকরো গুলো বাদামী করে ভেজে নিতে হবে। বাকি তেলে ঘী দিতে হবে। আধা ছেঁচা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিতে হবে। ফোড়ন ফাটলে, বাটা মশলা, নুন ও এক চিমটে চিনি দিয়ে ভাজতে হবে যতক্ষন না তেল ছেড়ে আসছে। এতে মুরগির মাংস এবং এক কাপ জল দিতে হবে। ঢিমে আঁচে রাঁধতে হবে।

  3. 3

    গরম মশলা এবং নারকেলের দুধ এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। ভাজা পেয়াঁজ এবং এবং ভাজা লঙ্কা দিয়ে সাজাতে হবে। পোলাও, জিরা রাইস, পরোটা অথবা নান সহযোগে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kumkum Chatterjee
Kumkum Chatterjee @cook_12055532

মন্তব্যগুলি

Similar Recipes