ট্রাডিশনাল বাঙালি দুধ শুক্তো

Umasri Bhattacharjee
Umasri Bhattacharjee @cook_15443338

#রাঁধুনি
প্রথম পাতে বাঙালির অতি প্রিয় সুস্বাদু এই দুধ শুক্তো

ট্রাডিশনাল বাঙালি দুধ শুক্তো

#রাঁধুনি
প্রথম পাতে বাঙালির অতি প্রিয় সুস্বাদু এই দুধ শুক্তো

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1টা আলু
  2. 2টো সজনে ডাঁটা
  3. 3টে উচ্ছে
  4. 8/10 টুকরো পেঁপে লম্বা করে কাটা
  5. 2 টো ঝিঙে
  6. 4-5 টা সিম একটু ছোট করে কাটা
  7. 1টা রাঙা আলু লম্বা করে কাটা
  8. 1 মাঝারি মাপের বেগুনের অর্ধেক লম্বা করে কাটা
  9. 6/7টা বরবটি লম্বা করে কাটা
  10. 6-7 টা বড়ি
  11. 3চা চামচ+1 চা-চামচ পোস্ত ,রাধুনী ও এক ইঞ্চি মতো আদা একসাথে বাটা
  12. 2চা চামচ সরষে বাটা
  13. 1 কাপদুধ
  14. 1টেবিল চামচ ঘি
  15. পরিমাণ মতোসবজিগুলো ডিপ ফ্রাই করার জন্য তেল
  16. স্বাদমতোনুন ও চিনি
  17. 2টোফোঁড়নের জন্য তেজপাতা
  18. 1 চা চামচ পাঁচফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সমস্ত সবজিগুলো কে লম্বা লম্বা করে কেটে নিতে হবে

  2. 2

    এবারে কড়াইতে তেল গরম করে এই সবজিগুলোকে এক এক করে ডিপ ফ্রাই করে নিতে হবে । সজনে ডাটা কিন্তু ফ্রাই করা হবে না

  3. 3

    এবার ওই তেলেই বড়ি গুলো ভেজে তুলে নিতে হবে ।

  4. 4

    এবার ফোঁড়নের মসলা দিয়ে একটু নেড়ে চেড়ে পোস্ত রাঁধুনি ও আদা বাটা অল্প জল দিয়ে গুলে দিয়ে দিতে হবে

  5. 5

    একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সজনে ডাটা গুলো প্রথমে দিতে হবে

  6. 6

    সজনে ডাটার সাথে মসলা কষা হলে এর মধ্যে বেগুনও ঝিঙে ছাড়া সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হবে ।

  7. 7

    সবজি গুলোর সাথে মশলাটা আরো একটু কিছুক্ষণ কষিয়ে অল্প জল দিতে হবে নুন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে

  8. 8

    সবজি গুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে বেগুন ঝিঙে ও বড়ি যোগ করতে হবে ও এর মধ্যে 2 চা-চামচ সরষে বাটার 1 চা চামচ জলে গুলে দিয়ে দিতে হবে

  9. 9

    একটু নেড়েচেড়ে এর মধ্যে দুধ টা দিয়ে দিতে হবে ।

  10. 10

    ফুটে উঠলে এর মধ্যে আরও এক চামচ সরষে বাটা জলে গুলে দিয়ে দিতে হবে তো মিষ্টি দিতে হবে ।দুধ শুক্তো একটু মাখা মাখা হয় বেশি ঝোল থাকে না ।

  11. 11

    ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি ট্র্যাডিশনাল বাঙালি দুধ শুক্তো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Umasri Bhattacharjee
Umasri Bhattacharjee @cook_15443338

Similar Recipes