গ্রীক লেমন গার্লিক বেকড্ চিকেন

Lopamudra Mukherjee
Lopamudra Mukherjee @cook_15931587

গ্রীক লেমন গার্লিক বেকড্ চিকেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৩ জন
  1. ৬০০ গ্রাম চিকেন
  2. ৩ টে আলু
  3. ১/৩ কাপ লেবুর রস
  4. ১/৩ কাপ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল
  5. ২ টেবিল চামচ রসুন কুঁচি
  6. ২ চা চামচ ড্রাই ওরেগ্যানো
  7. ২ চা চামচ ড্রাই থাইম
  8. ২ চা চামচ ড্রাই রোজম্যারি
  9. ২ চা চামচ গোলমড়িচ গুঁড়ো
  10. ১চা চামচ চিলি ফ্লেক্স
  11. ১, ১/২ চা চামচ নুন

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে একটা বাটিতে চিকেন আর মাঝখান থেকে দুই টুকরো করে কাটা আলুর নিয়ে তাতে লেবুর রস, অলিভ অয়েল, রসুন কুচি, ড্রাই ওরেগ্যানো, ড্রাই থাইম, ড্রাই রোজম্যারি, গোলমরিচ গুঁড়ো নুন, চিলি ফ্লেক্স, এই সব কিছু দিয়ে ভালো করে মেশাতে হবে।

  2. 2

    বাটিটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে আটকে ১৫ মিনিট ফ্রিজে রাখতে হবে।

  3. 3

    বেকিং ট্রে তে অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে তাতে ভালো করে তেল ব্রাশ করে চিকেন আর আলু গুলো বসিয়ে দিতে হবে। ওপর দিয়ে বাকি ম্যারিনেড ছড়িয়ে দিতে হবে।

  4. 4

    এটা প্রিহিটেড ওভেনে ২৩০° তাপমাত্রায় ৪৫ মিনিট বেক করতে হবে।

  5. 5

    মাঝে একবার বার করে উল্টে দিয়ে আবার ঢুকিয়ে দিতে হবে।

  6. 6

    বেক হয়ে গেলে চিকেন গুলো প্লেটে তুলে নিয়ে আলু গুলো ২৫০° তাপমাত্রায় ৫ মিনিট বেক করতে হবে।

  7. 7

    গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Lopamudra Mukherjee
Lopamudra Mukherjee @cook_15931587

মন্তব্যগুলি

Similar Recipes