মেয়ো এগ বলস্

Supratim Sadhukhan
Supratim Sadhukhan @cook_13371377

এটা অতি সুস্বাদু ও অনন্য স্বদের একটি চটজলদি স্ন্যাকস রেসিপি। বাড়িতে এই পদটি ঝটপট বানিয়ে ফেলার জন্য এই রেসিপি অবশ্যই ট্রাই করুন।

মেয়ো এগ বলস্

এটা অতি সুস্বাদু ও অনন্য স্বদের একটি চটজলদি স্ন্যাকস রেসিপি। বাড়িতে এই পদটি ঝটপট বানিয়ে ফেলার জন্য এই রেসিপি অবশ্যই ট্রাই করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জনের জন্য
  1. ২ টো সেদ্ধ ডিম
  2. ২ টো মাঝারি আকারের সেদ্ধ আলু
  3. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  4. স্বাদমতো নুন
  5. ২ চা চামচ পুদিনাপাতা কুচি
  6. ২ টেবিল চামচ মেয়োনিজ
  7. ১ টা গোটা কাঁচা ডিম
  8. ১/২ কাপ ময়দা
  9. ১/২ কাপ বিস্কুটের গুঁড়া
  10. ১/২ কাপ সাদা তেল ভাজার জন্য
  11. পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও গাজর কুচি সাজানোর জন্য
  12. ডিপিং সস বানানোর জন্য:
  13. ১ চা চামচ টমেটো সস
  14. ২ চা চামচ মেয়োনিজ

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    একটা বড় পাত্রে যথাক্রমে সেদ্ধ ডিম ও সেদ্ধ আলু কোড়াতে হবে।

  2. 2

    এবার এতে একে একে নুন, গোলমরিচ গুঁড়ো, পুদিনাপাতা কুচি ও মেয়োনিজ যোগ করতে হবে ও ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এবার এই মিশ্রণটি থেকে একটু একটু করে অংশ নিয়ে গোল গোল মন্ড বানিয়ে নিতে হবে ও ময়দায় গড়িয়ে নিচে হবে

  4. 4

    এবার গোটা কাঁচা ডিমটা ভেঙে গোলা বানিয়ে নিয়ে ময়দায় গড়ানো মন্ডগুলো এই গোলায় ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নিতে হবে।

  5. 5

    এবার কড়াইয়ে তেল গরম করে সোনালী করে ভেজে তুলতে হবে।

  6. 6

    টমেটো সস ও মেয়োনিজ একসঙ্গে মিশিয়ে ডিপিং সস বানিয়ে নিতে হবে।

  7. 7

    ভেজে রাখা সোনালী বলগুলো একটা পাত্রে তুলে পুদিনাপাতা, পেঁয়াজ কুচি ও গাজর কুচি দিয়ে সাজিয়ে নিন।

  8. 8

    এগ মেয়ো বলস্ পরিবেশনের জন্য প্রস্তুত।

  9. 9

    তৈরি করা ডিপিং সস সহযোগে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Supratim Sadhukhan
Supratim Sadhukhan @cook_13371377

মন্তব্যগুলি

Similar Recipes