চিলি  এগ

Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

# ডিম

বিকেল বেলা বাইরে বৃষ্টি হচ্ছে,চা র সাথে কি বানাই কি বানাই করে বানিয়ে ফেললাম চিলি এগ, এটা একটি ইন্দো চাইনিজ রান্না, যে কোনো অনুষ্ঠানে বানাতে পারেন।

চিলি  এগ

# ডিম

বিকেল বেলা বাইরে বৃষ্টি হচ্ছে,চা র সাথে কি বানাই কি বানাই করে বানিয়ে ফেললাম চিলি এগ, এটা একটি ইন্দো চাইনিজ রান্না, যে কোনো অনুষ্ঠানে বানাতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ৪ টে ডিম
  2. ১ টা পেঁয়াজ কিউব কাট
  3. ১/২ ক্যাপসিকাম কিউব কাট
  4. ১/২ চা চামচ আদারসুন কুচি
  5. ৩ চা চামচ কর্ণফ্লাওয়ার
  6. ২চা চামচ ময়দা
  7. ১/২ চা চামচ লংকা গুঁড়ো
  8. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. স্বাদমতো নুন
  10. ১চা চামচ রেডচিলি সস
  11. ১ চা চামচ সয়াসস
  12. ১চা চামচ টমেটো সস
  13. ১/২চা চামচ ভিনিগার
  14. ২ টো কাঁচালংকা
  15. ৩০০ গ্রাম তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে ডিম সেদ্ধ করে গোল গোল করে কেটে রাখুন

  2. 2

    তারপর একটা বাটিতে কর্ণফ্লাওয়ার, ময়দা,অল্প নুন, গোলমরিচ গুঁড়ো, মিশিয়ে জল দিয়ে ভালোকরে ঘোল বানিয়ে রাখুন।

  3. 3

    তারপর গ্যাস অন করে কড়া বসান, কড়া গরম হলে ঘোলে ডিম গুলো ডুবিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখুন

  4. 4

    এবার অন্য প্যানে অল্প তেল দিন, তেল গরম হলে পেয়াজ, ক্যাপসিকাম, কাচালংকা দিন, হাল্কা ভেজে আদারসুন কুচি দিয়ে ভাজুন

  5. 5

    একটা বাটিতে সব সস, ভিনিগার মিশিয়ে রাখুন

  6. 6

    এবার পেঁয়াজ নুন,লংকা গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো, সস দিন, ভালো ভাবে মিক্স করুন।

  7. 7

    তারপর ভাজা ডিম গুলো দিয়ে হাল্কা ভাবে মেশান

  8. 8

    অল্প জল দিন হাল্কাআঁচে ৩-৪ মিনিট রান্না করুন

  9. 9

    তৈরি চিলি এগ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

মন্তব্যগুলি

Similar Recipes