ডালপুরি  আর  কাবুলি ছোলার ঘুগনি

Ruby Dey
Ruby Dey @cook_16881440

#ইন্ডিয়া

ডালপুরি  আর  কাবুলি ছোলার ঘুগনি

#ইন্ডিয়া

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ টা তেজপাতা এবং শুকনো লঙ্কা
  2. ২৫০ গ্রাম কাবুলি ছোলা
  3. ১ কাপ পেঁয়াজ কুচি
  4. ২ চা চামচ আদা রসুন বাটা
  5. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. স্বাদমতোলবণ
  8. ২ চা চামচ চিনি
  9. ১ চা চামচধনেপাতা কুচি
  10. ২ টেবিল চামচ সর্ষের তেল
  11. পুরির জন্য
  12. ২ কাপ ময়দা
  13. ২টেবিল চামচ সাদা তেল
  14. স্বাদমতোলবণ
  15. ১/২ কাপ ছোলার ডাল সিদ্ধ করা
  16. ১ চা চামচ জিরে গুঁড়ো ভাজা
  17. প্রয়োজন মতোভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সিদ্ধ ডাল জিরে গুঁড়ো ও লবণ দিয়ে মেখে নিতে হবে। ময়দা লবণ তেল দিয়ে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে।

  2. 2

    কাবুলি ছোলা ৭৴৮ ঘন্টা ভিজিয়ে তারপর সিদ্ধ করে নিতে হবে।

  3. 3

    কড়াতে সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি রসুন আদা বাটা দিয়ে কষতে হবে হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে কাবুলি ছোলা দিয়ে অল্প জল দিয়ে ঢেকে দিতে হবে।

  4. 4

    মাখা ময়দা থেকে লেচি কেটে ছোট ছোট করে বেলে ওর মধ্যে ছোলার ডাল পুর দিয়ে আবার বেলে নিতে হবে।

  5. 5

    এবার সাদা তেল গরম করে তার মধ্যে লাল করে ভেজে তুলে নিতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ruby Dey
Ruby Dey @cook_16881440

মন্তব্যগুলি

Similar Recipes