ডালপুরি (Dalpuri recipe in Bengali)

SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi

ডালপুরি (Dalpuri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20-25 মিনিট
2 জন
  1. 1 বাটিছোলার ডাল
  2. 1 টেবিল চামচ সর্ষের তেল
  3. স্বাদ অনুযায়ীনুন
  4. 1 চিমটি হিং
  5. 1টেবিল চামচ আদা বাটা
  6. 1টেবিল চামচ মৌরি গুঁড়ো
  7. 1 চা চামচকাঁচা লঙ্কা বাটা
  8. 1 কাপময়দা
  9. 1 কাপআটা
  10. 2টেবিল চামচ সাদা তেল
  11. 1 চিমটি খাবার সোডা
  12. পরিমাণ মতভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

20-25 মিনিট
  1. 1

    ডাল সারারাত ভিজিয়ে বেটে নিতে হবে। সরষের তেল গরম করে তাতে হিং ফোড়ন দিয়ে ডাল বাটা মিশিয়ে নাড়তে হবে। এতে এক এক করে আদা, মৌরি ও কাঁচা লঙ্কা বাটা, নুন, মৌরি গুঁড়ো মিশিয়ে নিন। পুর রেডি

  2. 2

    আটা, ময়দা, নুন, খাবার সোডা, সাদা তেল দিয়ে মিশিয়ে গরম জল দিয়ে মেখে রাখুন 30 মিনিট।

  3. 3

    এবার বেলে নিয়ে তেল গরম করে ভেজে তুলুন

  4. 4

    ছোট ছোট লেচি কেটে হাতের সাহায্যে বাটির আকারে গড়ে পুর ভরে মুখ ভালো করে বন্ধ করে দিন।

  5. 5

    গরম গরম পরিবেশন করুন ডালপুরি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi
রান্না শেখার একটা চেষ্টা করছি মাত্র
আরও পড়ুন

Similar Recipes