কচুর কারি

Kazol Rakha
Kazol Rakha @cook_17017332

#বর্ষাকালের রেসিপি

কচুর কারি

#বর্ষাকালের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1টা মাঝারি কচু
  2. 3টাইলিশ মাছের মাথা
  3. 1 কাপমুগডাল
  4. 1 কাপনারিকেল বাটা
  5. 2 টা পেঁয়াজ কুচি
  6. 1চা চামচ হলুদ গুঁড়া
  7. 1 চা চামচ মরিচ গুঁড়া
  8. 1 চা চামচ জিরা গুঁড়া
  9. 1চা চামচ ধনে গুঁড়া
  10. `1চা চামচ আদা বাটা
  11. 3চা চামচ রসুন বাটা
  12. পরিমাণমতোলবণ
  13. পরিমাণমতোপানি
  14. 8-10টাশুকনা মরিচ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সুন্দর করে কচু টা কেটে নিতে হবে,এরং ধুয়ে নিতে হবে।কচু কাঁটার সময় হাতে সরিষার তেল মেখে নিতে হবে,যাতে হাতে কালো দাগ না লাগে।

  2. 2

    একটা পাতিলে কচু গুলো নিয়ে লবণ দিয়ে ভাপ দিতে হবে,আর পানি গুলো ছেঁকে পেলে দিতে হবে।

  3. 3

    একটা কড়াইতে ৫-৬ কাপ পানি দিয়ে তাতে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে,ভাজা মাছের মাথা গুলো দিয়ে দিতে হবে।

  4. 4

    এবার ডাল দিয়ে আবার কষাতে হবে,ডাল সিদ্ধ হলে তাতে কচু আর নারিকেল বাটা দিয়ে কষাতে হবে।

  5. 5

    পরিমাণ মত পানি দিয়ে কষিয়ে নিতে হবে,

  6. 6

    অন্য পাতিলে তেল গরম করে তাতে শুকনো মরিচ পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিয়ে কচুর উপরে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kazol Rakha
Kazol Rakha @cook_17017332

মন্তব্যগুলি

Similar Recipes