মুসুর ডালের পকোড়া

Sonali Sen
Sonali Sen @cook_15689562

#বর্ষা কালের রেসিপি
#ইন্ডিয়া বর্ষা কালে এমন গরম গরম পকোড়া আর সাথে চা অসাধারন লাগেবে।

মুসুর ডালের পকোড়া

#বর্ষা কালের রেসিপি
#ইন্ডিয়া বর্ষা কালে এমন গরম গরম পকোড়া আর সাথে চা অসাধারন লাগেবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
৩জনের জন্য
  1. ১/২কাপ মুসুর ডাল বাটা
  2. ১টেবিল চামচ ভেজানো গোটা মুসুর ডাল
  3. ১টা বড়পেঁয়াজ কুচি
  4. ১ চা চামচ কাঁচা লংকা
  5. ১/২চা চামচচা চামচ হলুদ
  6. ২চা চামচ চালের গুঁড়ো
  7. স্বাদ মতো নুন
  8. ১/২চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. ১চা চামচ ধনে পাতা
  10. পরিমান মতোসর্ষের তেল/সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    ডালের বাটার মধ্যে তেল বাদে সব উপকরন দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম বসিয়ে দিতে হবে।তেল গরম হলে ডালের মিশ্রন থেকে একটু একটু করে নিয়ে তেলে দিতে হবে।লালচে করে ভেজে তুলে নিতে হবে।ব্যস তৈরি মুসুর ডালের পকোড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sonali Sen
Sonali Sen @cook_15689562

মন্তব্যগুলি

Similar Recipes