গাজরের হালুয়া

Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

#ইন্ডিয়া । বাঙালি থেকেও অবাঙালি সকল ভারতবাসীর কাছে খুবই প্রিয় একটি হালুয়ার রেসিপি হল গাজরের হালুয়া। যা খুব কম সময়ে এবং খুবই কম জিনিস দিয়ে তৈরি হয়ে যায়।

গাজরের হালুয়া

#ইন্ডিয়া । বাঙালি থেকেও অবাঙালি সকল ভারতবাসীর কাছে খুবই প্রিয় একটি হালুয়ার রেসিপি হল গাজরের হালুয়া। যা খুব কম সময়ে এবং খুবই কম জিনিস দিয়ে তৈরি হয়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 400গ্ৰাম ছোট কুচি করা গাজর
  2. 800 এম এল দুধ
  3. 1.1/2 কাপ চিনি
  4. 1/2 কাপগুঁড়ো দুধ
  5. 1/2চা চামচ এলাচ গুঁড়ো
  6. 1টি তেজপাতা
  7. প্রয়োজন অনুযায়ীঘি
  8. আন্দাজ মত কাজুবাদাম ও কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ঘিয়ের মধ্যে কাজুবাদাম ভালো করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে।এরপরে ওই একই ঘিয়ের মধ্যে দিয়েয়ে দিতে হবে তেজপাতা এবং একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ছোট ছোট কুচি করা গাজর ।এবারে গাজর টা যতক্ষণ না ভাজতে ভাজতে অর্ধেক পরিমাণ হয়ে যাচ্ছে ততক্ষন ভেজে নিতে হবে।

  2. 2

    গাজর ভাজা হয়ে গেলে ওর মধ্যে এখন দিয়ে দিতে হবে দুধ ও ভালো করে দুধ দিয়ে কাজুটা কে দিতে হবে। দুধ সমেত গাজর ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিতে হবে চিনি ও গুঁড়ো দুধ এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে এলাচের গুঁড়ো। আর দিতে হবে কিসমিস ও ভেজে রাখা কাজুবাদাম।

  3. 3

    এবারে গাজর টা ভালো করে সেদ্ধ হয়ে এলে একদম শুকনো শুকনো করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে গাজরের হালুয়া। গরম গরম কিংবা ঠান্ডা ঠান্ডা যে কোনভাবেই পরিবেশন করা যাবে এই গাজরের হালুয়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

মন্তব্যগুলি

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Baah khub sundor hoyeche..
Chaliye jao..Amio kichu notun try korechi parle dekhe comment dio..👍

Similar Recipes